header banner

স্মিথের ব্যাটে ১৩১, গিলের হাফ সেঞ্চুরি, ২৪২ রানে পিছিয়ে ভারত

article banner

৩৩৮ রানের প্রথম ইনিংস অস্ট্রেলিয়ার। স্টিভ স্মিথ ও লাবুশানের অনবদ্য ব্যাটিং। শুভমান গিলের হাফ সেঞ্চুরির সুবাদে ভালো শুরু ভারতের। দিনের শেষে ২৪২ রানের লিড অস্ট্রেলিয়ার কাছে। 
কেন তাকে শতাব্দির সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে তা আরো একবার দেখিয়ে দিলেন স্টিভ স্মিথ। চলতি সিরিজের প্রথম দুটি টেস্টে রান পাননি এই অজি ব্যাটসম্যান। কিন্তু তৃতীয় ম্যাচেই তিনি তার ব্যাট থেকে এলো ২২৬ বলে ১৩১ রানের দুরন্ত ইনিংস। স্মিথের দুরন্ত সেঞ্চুরি আর লাবুশানের ৯১ রানের ইনিংসের উপর ভর করেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ৩৩৮ রান। যদি জাদেজা স্মিথকে রান আউট না করতেন তাহলে হয়ত আরো বাড়তে পারত অস্ট্রেলিয়ার রান। প্রথম ইনিংসে জাদেজার পারফরমেন্স এক কথায় অনবদ্য। ১৮ ওভার বল করে ৬২ রানের বিনিময়ে আউট করেছেন চার অজি ব্যাটসম্যানকে, তার সঙ্গে রয়েছে স্মিথের রান আউট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ ও নবদীপ সাইনি। একটি উইকেটের প্রাপ্তি ঘটেছে মহম্মদ সিরাজের। 
অস্ট্রেলিয়াকে ৩৩৮ রানে অল আউট করার পর শুরুটা ভালোই করেছে ভারতীয় দল। প্রথম উইকেটর যখন পতন ঘটে, তখন স্কোরবোর্ডে রান ৭০। ২৬ রান করে আউট হন রোহিত শর্মা। দুরন্ত ৫০ রান আসে শুভমান গিলের ব্যাট থেকে ১০১ বলে ৫০ রান করে ফিরে যান তিনি। অস্ট্রেলীয় সিরিজে ডেবিউ করা এই যুব ব্যাটসম্যান ক্রমশ ভারতের ব্যাটিং লাইনআপ-এর অন্যতম ভরসা হয়ে উঠছেন। প্রত্যেক ইনিংসেই রান আসছে তার ব্যাট থেকে। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন ক্যাপটেন অজিঙ্কিয়া রাহানে ও চেতেশ্বর  পূজারা। রাহানে রয়েছেন ৫ ও পূজারা রয়েছেন ৯ রানে, তবে দুই ব্যাটসম্যান মিলে খেলে ফেলেছেন প্রায় ১০০-র কাছাকাছি বল। দিনের শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত। এখন ভারতীয় টিমের গতকালের মূল লক্ষ্য হবে ফলো অন আটকানো ও যতটা পারা যায় অস্ট্রেলিয়ার লিড কমিয়ে আনা। লড়াই কিন্তু বেশ কঠিন।   
 

ভারত প্রথম ইনিংসঃ

রোহিত শর্মা ২৬(৭৭), শুভমান গিল (৫০), চেতেশ্বর পূজারা ৯(৫৩)*, অজিঙ্কিয়া রাহানে ৫(৪০)*

India Australia India Vs Australia Test Series 3rd Test Day 2 Steve Smith India First Innings Subhman Gill International Cricket Sports

Last Updated :