header banner

সিংহের ডেরায় সিংহবধ ভারতের

article banner

“সিংহের ডেরায় ঢুকে সিংহবধ”- এক কথায় এই কাজটাই দাপটের সঙ্গে করে দেখিয়ে দিল অজিঙ্কিয়া রাহানের টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন উইকেটের পিছন থেকে টিম পেইনকে বলতে শোনা গিয়েছিল,”গাব্বায় যাওয়ার জন্য আর অপেক্ষা সইছেনা”, সেই গাব্বাতেই অস্ট্রেলিয়ার ৩৩ বছরের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ সহ সিরিজ জয় করে নিল ভারত। সবমিলিয়ে ভারতীয় যুব ক্রীড়া প্রতিভার দাপটে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ জিতে বর্ডার গাভাস্কার ট্রফি জয় করে নিল ইন্ডিয়া।


চতুর্থ টেস্টে ভারতের জয়ের কান্ডারি বল হাতে অবশ্যই মহম্মদ সিরাজ। আজ টেস্টের চতুর্থ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২৪ রান। যা অবশ্যই এক বিশাল বড়ো রানের টার্গেট। এই অসম্ভব কেই ব্যাট হাতে সম্ভবপর করে দেখালেন শুভমান গিল, চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। দিনের শুরুর দিকেই মাত্র ৭ রান করে ফিরে যান রোহিত শর্মা। তারপরেই ক্রিজে দাপট শুরু হয় শুভমান গিলের, ১৪৬ বলে ৯১ রান করে ড্রেসিংরূমে ফিরে যান তিনি। তার আর পূজারার হাত ধরেই ম্যাচে ফিরে আসে ভারত। পূজারা আরও একবার ক্রিজে দাঁড়িয়ে থেকে ভারতীয় ব্যাটিং লাইনআপে ২১১ বলে ৫৬ রানের এক মেরুদন্ড সম ইনিংস খেলে গেলেন। পূজারার আউট হওয়ার পর ক্রিজে ১৩৮ বলে ৮৯ রানের ইনিংস খেলে ভারতকে জয়ের স্বাদ এনে দেন ঋষভ পন্থ। ২৯ বলে ২২ রানের গুরুত্বপূর্ন ইনিংস খেলে যান ওয়াশিংটন সুন্দর। 

সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হারার পর অধিকাংশ অস্ট্রেলিয়ান কিংবদন্তীদের টুইটে দেখা গিয়েছিল তাদের মতে অস্ট্রেলিয়ার হাতে এবারের সিরিজে ৪-০ হোয়াইট ওয়াশ হতে চলেছে টিম ইন্ডিয়া। সব কথায় জবাব মাঠে নিজেদের খেলার মাধ্যমেই দিয়ে দিল রবি শাস্ত্রীর টিম। আজকের ভারতের এই জয় কার্যত একটি ঐতিহাসিক ম্যাচ ও সিরিজ হয় হয়ে রইল ক্রিকেটের ইতিহাসে। 

{ads}

India Australia India's Tour of Australia India Vs Australia Test Series 4th Test 5th Day India Win Border Gavaskar Trophy Subhman Gill Rishav Pant Washington Sundar Shardul Thakur Cricke

Last Updated :