header banner

রোহিত ও রাহানের পার্টনারশিপে ম্যাচে ফিরলেও দিনের শেষে চাপেই ভারত

article banner

প্রথম ইনিংসের শুরুটা ভালো না হলেও রাহানে ও রোহিতের দাপটে ম্যাচে ফিরল ভারত। দুরন্ত ১৬১ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ভারতের রান ৩০০/৬  

৮৬ রানে তিন উইকেট, ০ রানে আউট হয়ে ফিরে গেছেন কোহলি ও গিল, চেতেশ্বর পূজারাও ব্যার্থ। এহেন মূহুর্তে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই বিপুল চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই সময়েই কার্যত খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে নিয়ে আসেন রোহিত শর্মা ও অজিঙ্কিয়া রাহানে। চতুর্থ উইকেটে ১৬২ রানের দুরন্ত পার্টনারশিপ করেন এই দুই ব্যাটসম্যান। বেশ কয়েকটি ম্যাচ পরে আজ ফের এক দুরন্ত ইনিংস এলো রোহিত শর্মার ব্যাট থেকে, ২৩১ বলে ১৬১ রানের ইনিংস খেলেন তিনি। তবে আবারও সেই বেপরোয়া শট খেলে আউট না হলে নিজের দ্বিশত রানও হয়ত সম্পূর্ন করে আসতে পারতেন। অন্যদিকে ১৪৯ বলে ৬৭ রান করে আউট হয়ে যান ভাইস ক্যাপটেন অজিঙ্কিয়া রাহানে। ২৪৮ ও ২৪৯ রানের মাথায় পর পর আউট হয়ে যান রাহানে ও রোহিত। ২৮৪ রানের মাথায় ১৩ রানে আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ৩৩*(৫৬) এবং অক্ষর প্যাটেল ৫*(৭)। সব মিলিয়ে তিনশো রানের গন্ডি পেলেও খুব সুবিধাজনক যায়গায় নেই কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে আজকে দুটি করে উইকেট পেয়েছেন লিচ ও মইন আলি। একটি করে উইকেটের প্রাপ্তি ঘটেছে রূট ও স্টোনের। 

  
আজকে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। দলের নির্ভরযোগ্য ইন ফর্ম ওপেনার শুভমান গিল শুরুতেই কোন রান না করেই ক্রীজে ফিরে যান। তারপরে কোহলিও বোল্ড হয়ে যান মইন আলির বলে। ভারতকে বিপুল চাপে ফেলে দেয় ইংল্যান্ডের বোলাররা। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে অন্ততপক্ষে ভারতীয় দলকে লড়াই করবার মতো এক স্কোরবোর্ড গড়ে দেন রোহিত ও রাহানে। কাল ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল ও কূলদীপ যাদব অবশ্যই চেষ্টা করবেন ভারতের রান যতটা পারা যায় বাড়িয়ে তোলার। অবশ্যই নজর থাকবে ঋষভ পন্থের উপর, ক্রিজে ভালো অবস্থায় রয়েছেন তিনি। কালকের দিনে কার্যত মূল পরীক্ষা ভারতীয় স্পিনারদের। প্রথম দিনেই পিচে ভালোমতো টার্ন করেছে বল। মইন আলির স্পিনেই উড়ে যায় কোহলির উইকেটের বেল। দলে সুযোগ দেওয়া হয়েছে কূলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে। অন্যদিকে মূল দলে স্থান পেয়েছেন মহম্মদ সিরাজও। প্রথম দিনের খেলার পর কাল আরো রূক্ষ হয়ে উঠবে পিচ। এখন ভারতীয় বোলাররা কালকে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর নিজেদের দাপট দেখাতে পারেন কি না সেই দিকেই লক্ষ্য ভারতীয় সমর্থকদের। 

{ads}


 

India England England's Tour of India India Vs England Test Series 2nd Test Day 1 1st Innings Rohit Sharma Ajinkya Rahane News Sports Cricket International

Last Updated :