header banner

ঋষভ ও সুন্দরের দুরন্ত ব্যাটিংয়ে দিনের শেষে সুবিধাজনক অবস্থায় ভারত

article banner

দুরন্ত সেঞ্চুরি ঋষভ পন্থের। সেই ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংয়ের দৌলতেই কার্যত ম্যাচে ফিরে এলো ভারত। বর্তমানে চতুর্থ টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ২৯৪ রান ৭ উইকেটের বিনিময়ে, লিড রয়েছে ৮৯ রানের। কিন্তু আজও ব্যাটিং করতে নেমে ক্রিজ থেকে কোন রান না করেই ডাগআউটে ফিরে যান ক্যাপ্টেন বিরাট কোহলি। 


অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত লড়াই করে চার মেরে ভারতে ম্যাচ সহ সিরিজ জিতিয়েছিলেন ঋষভ পন্থ। সেই থেকেই ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ন একজন ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। সেই সিরিজেও ব্যাটে বিপুল যোগদান ছিল তার। আজ সেই ঋষভ পন্থের ১১৭ বলে ১০১ রানের দুরন্ত সেঞ্চুরিতেই ম্যাচে ফিরে আসে ভারত। তাকে যোগ্য সঙ্গত দেন ওয়াশিংটন সুন্দর। যিনি এখনও ক্রিজে অক্ষর প্যাটেল ১১(৩৪) এর সাথে নট আউট রয়েছেন। আজ ২৪-১ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। কিন্তু ৪০ রানের মাথায় ১৭ রান করে আউট হয়ে যান চেতেশ্বর পূজারা। তারপরেই ০ রানে বিরাট কোহলি আউট হয়ে যাওয়ায় ম্যাচে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকেই রোহিত শর্মা আর অজিঙ্কিয়া রাহানের পার্টনারশিপে কিছুটা হলেও কেটে যায় চাপ। কিন্তু তারপরেই ২৭ রান করে আউট হয়ে যান রাহানে। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে না পেরে প্যাভিলিয়ানে ফিরে যান রোহিত শর্মাও। ৩২ বলে ১৩ রান করে আউট হয়ে যান অশ্বিন। সেখান থেকেই দুরন্ত লড়াই করে ভারতকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে দুই যুব প্রতিভা সুন্দর ও পন্থ। বর্তমানে ম্যাচে সুবিধাজনক যায়গাতেই রয়েছে টিম ইন্ডিয়া।


একদিকে যেমন মিডিল অর্ডার ও ডাউন অর্ডার ভারতকে ভরসা যোগাচ্ছে, একইভাবে শুরুর দিকের ব্যাটসম্যানদের রান না পাওয়া চিন্তায় ফেলছে ভারতীয় শিবিরকে। অস্ট্রেলিয়ার সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন শুভমান গিল। তার ব্যাটিংয়ের উচ্ছ্বাসিত প্রশংসা করেছিলেন ক্রিকেটাররা। কিন্তু এই সিরিজে একদমই রান আসছে না তার ব্যাট থেকে। অন্যদিকে ক্যাপ্টেন কোহলির রান না পাওয়াও স্বাভাবিক ভাবেই আরও এক চিন্তার ব্যাপার। 

{ads}

India England England's Tour of India Test Series 4th Test Day 2 Rishav Pant Washington Sundar Virat Kohli Cricket International Sports News

Last Updated :