header banner

স্পিনারদের দাপট, তৃতীয় দিনেই চতুর্থ ম্যাচ সহ সিরিজ জয় টিম কোহলির

article banner

চতুর্থ ম্যাচের তৃতীয় দিনেই অনায়াসে ইংল্যান্ডকে পরাজিত করল ভারত। স্পিনারদের দাপটে কার্যত আরও একবার তাসের ঘরের মতোই ঝরে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় ইনিংসে অশ্বিন এবং অক্ষর প্যাটেল দুই স্পিনারেরই প্রাপ্তি ৫ উইকেট। এক ইনিংস এবং ২৫ রানে ম্যাচ জিতে নিল কোহলির নেতৃত্বাধীন ভারত। এবং শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করাই নয়, সাথে সাথে নিজেদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনাল খেলাও নিশ্চিত করে নিল তারা। যেখানে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

 


আজ দিনের শুরুতেই দুরন্ত ব্যাটিংয়ে নজর কাড়েন ওয়াশিংটন সুন্দর। ১৭৪ বলে ৯৪ রানের  ইনিংস খেলেন তিনি। নন-স্ট্রাইকারস এন্ড থেকে উইকেটের পতন হতে শুরু না করলে নিজের সেঞ্চুরিটাও সম্পূর্ন করে ফেলতে পারতেন এই যুব প্রতিভা। ঋষভ এবং সুন্দরের ব্যাটিংয়ের দৌলতে ৩৬৫ রান তোলে ভারত। যার সুবাদে ১৬০ রানের লিড আসে ভারতের কাছে। তারপরেই দ্বিতীয় ইনিংসে কার্যত ভারতীয় স্পিন বোলিংয়ের সামনে ‘অক্ষরহীন’ হয়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে লরেন্স ৫০ ও রুট ৩০ রান করেন। এছাড়া সেইভাবে ইংল্যান্ডের কোন ব্যাটসম্যানই রান করে উঠতে পারেননি। ১৩৫ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড, ২৫ রান ও এক ইনিংসে ম্যাচ জিতে যায় ভারতীয় দল।

 


এই সিরিজ জেতার পর অবশ্যই ভারতের সামনে একটা বড়ো লড়াই রয়েছে। সিডনিতে প্রথমবারের জন্য টেস্ট চাম্পিয়ানশিপের ফাইনালে ক্যাপ্টেন কোহলির মুখোমুখি হবে কিউয়িদের। তারা বিজয়ীর কাপ হাতে দেশে ফিরে আসবেন আশা রাখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। 

{ads}
 

India England India Vs England Test Series 4th Test Day 3 India Win World Test Championship Virat Kohli Axar Patel Ravichandran Aswin Cricket International Sports

Last Updated :