header banner

তৃতীয় টেস্টের দল ঘোষনা ভারতের, দলে রোহিত ও নটরাজন

article banner

তৃতীয় টেস্টের জন্য দল ঘোষনা ভারতের। দলে দুটি পরিবর্তন, পূর্বানুমান মতোই দলে এসেছেন রোহিত শর্মা ও তার সাথে দলে যায়গা পেয়েছেন নবদীপ সাইনি। প্রথম দুটি টেস্টে সেভাবে রান পাননি ময়ঙ্ক আগরওয়াল, তাই চলতি খারাপ ফর্মের জন্য তার পরিবর্তে দলে এসেছেন রোহিত শর্মা। এবং শুধু দলে নিজের যায়গা নয়, সাথে সাথে দলের ভাইস ক্যাপটেনও নিযুক্ত হয়েছেন ভারতের ‘হিটম্যান’। অন্যদিকে শেষ টেস্টে চোট পেয়েছিলেন ভারতীয় পেশ বলার উমেশ যাদব, তিনি যে পরের টেস্টে বসতে চলেছেন তা সবার কাছেই স্পষ্ট ছিল। কিন্তু তার যায়গায় কে সুযোগ পেতে চলেছেন সেই নিয়ে বেশ কিছুটা সংশয় ছিল। যায়গার জন্য লড়াইয়ে ছিলেন নটরাজন, শার্দুল ঠাকুর ও নবদীপ সাইনি। কিন্তু বলের গতির জন্য হয়ত বেশ কিছুটা এগিয়ে ছিলেন সাইনি। তাই শেষ পর্যন্ত তাকেই দলে নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিডনির টেস্ট ম্যাচই তার ভারতীয় দলে অভিষেক ম্যাচ হতে চলেছে।
শেষ ম্যচে হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচে অজিঙ্কিয়া রাহানের নেতৃত্বে দুরন্ত কামব্যাক করেছিল টিম ইন্ডিয়া। দুরন্ত ফর্মে রয়েছে ভারতের বোলিং অ্যাটাক। বুমরাহ, অশ্বিন, সিরাজদের দাপট চলছে কার্যত অস্ট্রেলিয়ার মাঠে। অন্যদিকে ব্যাটিং নিয়া চিন্তা থাকলেও অজিঙ্কিয়া রাহানের দুরন্ত সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টের দুটি ইনিংসেই শুভমান গিলের ভালো ব্যাটিং ভরসা দিচ্ছে ভারতীয় ব্যাটিং অর্ডারে। ব্যাট বল দুই দিক থেকে ভালো পারফরমেন্স দিয়েছেন রবীন্দ্র জাদেজা। আর ফলে কার্যত এখন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে রয়েছে ভারতীয় দল। অন্যদিকে দ্বিতীয় টেস্ট হারার পর দেশের মাটিতে তৃতীয় টেস্ট জেতার জন্য অস্ট্রেলিয়া যে প্রাণপণে ঝাঁপাবে সে কথা বলাই বাহুল্য। অস্ট্রেলিয়ার দলে কামব্যাক করেছেন ডেভিড ওয়ার্নার। সব মিলিয়ে সিডনির টেস্ট যে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে একটা অন্যতম স্মরনীয় ম্যাচ হতে চলেছে সে কথা একবাক্যে স্বীকার করবেন সবাই। অপেক্ষা এখন শুধু সময়ের। ভারতীয় সময়ে খেলা শুরু বৃহস্পতিবার ভোর ৫টায়। 
 

ভারতীয় প্রথম একাদশ:
শুভমন গিল, রোহিত শর্মা (সহ-অধিনায়ক), চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি। 

{ads}

India Indian Cricket Team India Vs Australia Australian Cricket Team Test Series 3rd Test Rohit Sharma Navdeep Saini International Cricket Sports

Last Updated :