header banner

আজ কাতারের বিরুদ্ধে কঠিন লড়াই ভারতের

article banner

আজ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে এশিয়ার অন্যতম শক্তিশালি ফুটবল দল কাতারের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। যার ফলে আজকের ম্যাচে নিজেদের অন্যতম কঠিন লড়াইয়ে নামতে চলেছে ইগর স্তিমাচের দল। আজকের ম্যাচে সুনীল ছেত্রী সহ সন্দেশ ঝিংগান-এর মত পরিচিত ভারতীয় খেলোয়াড়েরা যারা চোট বা অসুস্থতার কারনে দলে ছিলেন না তারা ফিরবেন মাঠে। গত ১৯ মে ভারত দোহায় নেমেছে। দু’দিন বিশ্রাম নিয়ে অনুশীলন শুরু করেছে ২১ তারিখ থেকে। ভারতের একমাত্র রওলিন বর্জেস চোটপ্রাপ্ত অবস্থায় ছাড়া বাকি সকলেই সুস্থ রয়েছেন।

{link}
উল্লেখ্য বিষয় ভারতীয় ফুটবলের অন্যতম পরিচিত মুখ সুনীল ছেত্রী দলকে উদ্বুদ্ধ করতে যে বার্তা দিয়েছেন তা হল-“এশিয়ার অন্যতম সেরা দল কাতার। সম্প্রতি ইউরোপ ও দক্ষিণ আমেরিকা দলগুলোর সঙ্গে ভাল রেজাল্ট করেছে। গতবার এক পয়েন্ট আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছিল। তাই এবারও পুরো দলকে ঝাঁপাতে হবে। দলগত সংগতি বজায় রেখে তাদের বিপক্ষে না নামলে হবে না।” শেষবার দলের সাথে এলেও ভাইরাল ফিবারের কারনে মাঠে নামেননি সুনীল। এবার তাকে মাঠে পাবেন বলেই আশাবাদী তার দল। পাশাপাশি শেষ কয়েকটি ম্যাচে যে যুব টিম ভারতের দেখা গিয়েছিল সেই দলেরও মনদীপ ও আরও বেশ কয়েকজন ভালো খেলোয়াড়ের থাকার সম্ভাবনা রয়েছে। ফলে যুব ও অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রনেই আজ দল সাজাবেন স্তিমাচ বলে ধারনা বেশ কিছু ক্রীড়া বিশেষজ্ঞের। 

{link}
বর্তমানে কাতারের বিশ্ব ফুটবলে র্যা ঙ্কিং ৫৮ আর ভারতের র্যনঙ্কিং ১০৫। শেষবারের সাক্ষাতে কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। বর্তমানে বিশ্বকাপের লক্ষ্যে যাওয়া আর সম্ভবপর হয়ে ওঠা এবারে অন্ততপক্ষে আর সম্ভব নয়। এখন ভারতের লক্ষ্য এশিয়া কাপের যোগ্যতা অর্জন করা। আজ কাতারের ঘরের মাঠে কার্যত অসাধ্যসাধন করতেই মাঠে নামবে ভারত। ভারতীয় সময় খেলা শুরু রাত সাড়ে ১০টায়। 
{ads}

India Indian national football team Sunil Chetri Qatar India vs Qatar FIFA football international sports news সংবাদ ভারত ফুটবল খেলা

Last Updated :