header banner

কোহলির ব্যাটে ৭৪, ছয় উইকেট হারিয়ে ২২৩ রান ভারতের

article banner


কোহলির ব্যাট থেকে ৭৪ রান, ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং ঋদ্ধিমান সাহা। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২২৩-৬। 
ম্যাচের শুরুতেই ধাক্কা, তারপর কোহলি আর পূজারার পার্টনারশিপে ম্যাচে ফিরে এলেও শেষের দিকে আবার উইকেটের পতন। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ভালো হয়েও হল না ইন্ডিয়ার। বিরাট কোহলির ক্রিজে টিকে যাওয়া অবস্থায় রান আউট না হলে ছবিটা অন্যরকম হলেও হতে পারত। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। কিন্তু ব্যাট করতে নেমে স্টার্কের প্রথম ওভারের দ্বিতীয় বলেই শুন্য রানে আউট হয়ে যান পৃথ্বী শ। তারপর ১৮ ওভারের মাথায়  ১৭ রান করে ফিরে যান আর একজন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। তারপরেই ক্রিজে নেমে পূজারা ও কোহলি রাশ টেনে ধরেন। পূজারার ১৬০ বল খেলে ৪৩ রানের মাথায় নাথান লিও-র বলে ক্যাচ আউট হয়ে যান। তারপর ১৮৮ রানের মাথায় ৭৬ ওভারে রান আউট হয়ে যান কোহলি। এছাড়াও ৯২ বলে ৪২ রানের গুরুত্বপূর্ন যোগদান রয়েছে রাহানের। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। 
 

ভারত(প্রথম ইনিংস ব্যাটিং)
পৃথ্বী শ ০(২), ময়ঙ্ক আগরওয়াল ১৭(৪০), চেতেশ্বর পূজারা ৪৩(১৬০), বিরাট কোহলি ৭৪(১৮০), আজিঙ্কিয়া রাহানে ৪২(৯২), হনুমা বিহারি ১৬ (২৫), ঋদ্ধিমান সাহা ৯(২৫)*, রবিচন্দ্রন অশ্বিন ১৫(১৭)*
উইকেটের পতন
০/১(পৃথ্বী শ, ০.২ ওভারে), ৩২/২(আগরওয়াল, ১৮.১ ওভারে), ১০০/৩(পূজারা, ৪৯.৪ ওভারে), ১৮৮/৪(কোহলি, ৭৬.৬ ওভারে), ১৯৬/৫(রাহানে, ৮০.৪ ওভারে), ২০৬/৬(হনুমা বিহারি ৮৩.২ ওভারে) 

{ads}

India Vs Australia Border Gavaskar Trophy International Test Match Cricket Sports Virat Kohli

Last Updated :