header banner

বোলিংয়ের দাপট, টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত

article banner

অনবদ্য বোলিং, অশ্বিন আর বুমরাহ-র দাপটে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কার্যত চালকের আসনে ভারত। ১৯১ রানে অল আউট অস্ট্রেলিয়া। কার্যত ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলনা অজিদের ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে বুম বুম বুমরাহ-র স্পেল এক কথায় অনবদ্য মোট ২১ টি ওভার বল করেছেন তিনি, যার মধ্যে ৭ টি মেডেন ওভার, মোট ৫২ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। ইনিংসে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ১৮ ওভার বল করে ৫৫ রান দিয়ে তার ঝুলিতে এসেছে ৪ টি উইকেট, যার মধ্যে গুরুত্বপূর্ন স্টিভ স্মিথের উইকেটও রয়েছে। উমেশ যাদবের বোলিংও তারিফ পাওয়ার যোগ্য, ১৬.১ ওভারে মোট তিনটি উইকেট পেয়েছেন তিনি।
যদিও প্রথম দিকে দিনের শুরুটা ভালো হয়নি ভারতের , ২৪৪ রানেই অল আউট হয়ে যায় ভারত। কিন্তু তারপর যে অস্ট্রেলিয়া ১৯১ রানেই অল আউট হয়ে যাবে ভারত সেই কথাও হয়ত অনেকেই ভাবেননি। কিন্তু দিনের শেষে সেটাই করে দেখিয়েছে কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৯ রান করেছে ভারত। আউট হয়ে গেছে পৃথ্বী শ। 
{ads}

India Vs Australia Border Gavaskar Trophy International Test Match Day 2 Jasprit Bumrah Aswin Bowling Cricket Sports

Last Updated :