header banner

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে, রোহিতের আউটে বিপাকে ভারত

article banner

নির্নায়ক টেস্টের দ্বিতীয় দিনের শেষের দিকে বৃষ্টির কারনে বিঘ্নিত ম্যাচ। কিন্তু দ্বিতীয় দিনের শেষে কার্যত ফের চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে লাবুশানের দুরন্ত সেঞ্চুরির দৌলতে মোট ৩৬৯ রান তোলে টিম পেইনের অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং লাইনআপে প্রথমেই বড়ো ধাক্কা দেন প্যাট কামিন্স। শেষ দুই টেস্ট ম্যাচে ভালো রান পাওয়া শুভমান গিল কে ৭ রানের মাথায় আউট করে দেন তিনি। কিন্তু আরো একবার ক্রিজে সেট হয়ে যাওয়া সত্ত্বেও কার্যত নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এলেন রোহিত শর্মা। রোহিত শর্মার আউট হয়ে যাওয়ার ফলেই চাপে পড়ে যায় ভারতীয় দল। ২৬ ওভারের মাথায় বৃষ্টির ফলে খেলা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহন করেন অনফিল্ড আম্প্যায়াররা। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৬২/২। বর্তমানে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও ক্যাপ্টেন অজিঙ্কিয়া রাহানে। পূজারা খেলেছেন ৪৯ টি ও রাহানে খেলেছেন ১৯ টই বল। কার্যত এই দুই ব্যাটসম্যানের উপরেই টিকে রয়েছে ভারতের দ্বিতীয় ইনিংসের ভরসা। কারন চোটের কারনে বাইরে রয়েছেন হনুমা বিহারী এবং রবীচন্দ্রন অশ্বিন। আর এই সিরিজে এখনও পর্যন্ত ময়ঙ্ক আগরওয়ালের সেইরকম ফর্ম চোখে পড়েনি। যার ফলে চতুর্থ টেস্টের লড়াই ক্রমশ ভারতের কাছে কঠিনতর হয়ে দাঁড়াচ্ছে। 

India Vs Australia India Australia Test Series Border Gavaskar Trophy 4th Test Day 2 India First Innings The Gabba Test West Bengal India

Last Updated :