header banner

IND vs PAK : আবার মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজকের রবিবারটা বাকি রবিবারের মতো না কারণ আজই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সবথেকে বড় ম্যাচ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India VS Pakistan)।  রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা দুর্দান্তভাবে শুরু করেছে, প্রথম ম্যাচে বাংলাদেশকে (Bangladesh) ছয় উইকেটে পরাজিত করেছে।

{link}

তবে কোহলি (Virat Kohli) যে নিজের সেরা ফর্মে নেই, সেটা বলাই বাহুল্য। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ওয়ান ডেতে অর্ধশতরান হাঁকালেও, বাংলাদেশের বিরুদ্ধে একেবারেই ফর্মে দেখা যায়নি তাঁকে। অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে 'কিং'-র রেকর্ড তাঁকে খানিকটা হলেও ভরসা জোগাবে। দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউইয়র্কে।

{link}

সেই ম্যাচে ভারত ৯ রানের জয় হয়েছিল। এই ম্যাচে নজরে থাকবেন মহম্মদ শামি (Mohammed Shami)। সদ্যই চোট সারিয়ে ফিরেছেন তিনি। আর ফিরেই অনবদ্য ফর্মে। এখন দেখার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ফল কী হয়? ফের একবার এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।

{ads}

News Breaking News Cricket Match 2025 Champions Trophy 2025 India VS Pakistan Rohit Sharma Virat Kohli সংবাদ

Last Updated :