header banner

India Russia Relation: রাশিয়া ও ভারতকে কাছে এনে দিচ্ছে ট্রাম্পের বিদেশনীতি! দাবি আমেরিকাতেই

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের বিদেশনীতির কারণেই ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও গাঢ় হচ্ছে। নয়াদিল্লি আরও বেশি করে ঝুঁকছে মস্কোর দিকে। মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেলফি দেখিয়ে এমনই অভিযোগ করলেন ডেমোক্র্যাটেরা। সম্প্রতি এক দিনের ভারত সফরে এসেছিলেন পুতিন। দিল্লির বিমানবন্দরে নামার পর মোদির সঙ্গে একই গাড়িতে করেই প্রধানমন্ত্রীর বাসভবনে যান তিনি। গাড়িতে করে যাওয়ার সময় মোদি এবং পুতিন একসঙ্গে সেলফিও তুলেছিলেন। সেই ছবি পরে প্রকাশ্যে আসে। 

{link}

পুতিনও পরে জানান, একসঙ্গে গাড়িতে করে যাওয়ার প্রস্তাব তিনিই দিয়েছিলেন। তিনিই চেয়েছিলেন, এই যাত্রা ভারত-রাশিয়ার বন্ধুত্বের প্রতীক হয়ে থাকুক। মার্কিন কংগ্রেসে আমেরিকার বিদেশনীতি নিয়ে আলোচনায় মোদি-পুতিনের সেই সেলফিই হঠাৎ ভেসে উঠল! সেলফি দেখিয়ে ডেমোক্র্যাট সদস্য সিডনি কামল্যাগার-ডাভ অভিযোগ করেন, ওয়াশিংটনের বর্তমান বিদেশনীতির কারণেই মস্কোর আরও কাছাকাছি চলে যাচ্ছে নয়াদিল্লি। ওয়াশিংটন নয়, এখন নয়াদিল্লিই দু’দেশের সম্পর্ক নিয়ে তেমন ভাবিত নয়। ডেমোক্র্যাট সদস্যের কথায়, “ট্রাম্পের নীতির কারণেই আমাদের নাক কাটা যাচ্ছে। ভারত এবং আমেরিকার মধ্যে যে কৌশলগত সম্পর্ক, আস্থা এবং বিশ্বাস এত দিন ছিল, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

{ads}

Russia India USA USA Relation India Relation Putin India Russia Bonding India USA Relation Tariff War সংবাদ ট্রাম্প রাশিয়া ভারত সম্পর্ক

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article