শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারত দুবাইয়ে খেলেছে। প্লেয়ারদের নিরাপত্তার কারণে তারা পাকিস্তানে কোনো খেলা খেলেনি। এই নিয়ে তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। পাকিস্তানের বদলে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে ভারত। তাতে নাকি অন্যায্য সুবিধা পেয়েছে রোহিত ব্রিগেড। গোটা টুর্নামেন্টজুড়ে বারবার এই দাবি তুলেছেন ক্রিকেটার থেকে আমজনতা। তবে এবার যাবতীয় সমালোচনা থামিয়ে দিলেন ওয়াসিম আক্রম (Wasim Akram)।
{link}
প্রাক্তন পাক পেসারের স্পষ্ট মত, দুবাই বা পাকিস্তান যেখানেই খেলা হোক না কেন ভারতই চ্যাম্পিয়ন্স ট্রফি পেত। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলেছে ভারত। যেখানে অন্য দলগুলোকে পাকিস্তান থেকে দুবাই সফর করতে হয়েছে। তাতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া- এমন দাবি করে সমালোচনায় সরব ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন (Nasser Hussai) থেকে বর্তমান ক্রিকেটার জস বাটলার (Jos Buttler)।
{link}
যদিও টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সাফ বলেছিলেন, মোটেই অন্যায্য সুবিধা পাচ্ছে না তাঁর দল। এবার সেই একই কথা শোনা গেল আক্রমের মুখেও। একটি অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন পাক পেসার সাফ জানালেন, “বিশ্বের যেকোনও প্রান্তে খেলা হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি যেত ভারতের কাছেই। ওদের দুবাইয়ে খেলা নিয়ে প্রচুর কথা হয়েছে ঠিকই। কিন্তু ভারত যদি পাকিস্তানেও খেলত, সেখানেও ট্রফি জিতে যেত।”
{ads}