header banner

India fc news: ভারতের হার বাংলাদেশের কাছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  চলছে মহিলা সাফ গেমস। ভারত-বাংলাদেশ ম্যাচে সব কটি গোলই প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে শুধুই সুযোগ এবং ব্যর্থ চেষ্টা। শেষ অবধি বাংলাদেশ জেতে ৩-১ ব্যবধানে। ম্যাচের ১৮ মিনিটে আফেদা খন্দকারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৯ মিনিটে বাংলাদেশের লিড বাড়ান তোহুরা খাতুন। ৪২ মিনিটে তাঁর দ্বিতীয় এবং বাংলাদেশের তৃতীয় গোল।

{link}

প্রথমার্ধের শেষ মুহূর্তে ভারতের হয়ে একটি গোল শোধ করেন তারকা প্লেয়ার বালা দেবী। ভারত ও বাংলাদেশ একটি করে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। খেলায় থাকে নানা চমক। এটাও ঠিক তেমনই এক চমক। ভারতের কাছে হার ও বাংলাদেশ ম্যাচ ড্র, গ্রুপেই বিদায় পাকিস্তানের। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ভারতের অভিযান দুর্দান্ত হয়েছিল। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫-২ ব্যবধানে হারিয়েছিল ভারত। প্রথমার্ধেই প্রতিপক্ষকে ৪ গোল দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে খেই হারাল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়ে সেমিফাইনাল কার্যত নিশ্চিত ছিল।

{link}

এরপর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ড্র হওয়ায় ভারতের সেমিফাইনাল পুরোপুরি নিশ্চিত হয়ে যায়। কিন্তু গ্রুপ সেরা হওয়া হল না ভারতের। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত হার। অপ্রত্যাশিত কি প্রত্যাশ্চিত তা বড়ো কথা নয়, বড়ো কথা হলো ভারতের হার বাংলাদেশের কাছে।

{ads}

news breaking news India fc Odisha fc football match derby match championship cup সংবাদ

Last Updated :