header banner

Football Match : ভারত আফগানিস্তানের ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: সুযোগ ছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে না পারায় নিট ফল শূন্য। হাতে পেনসিল নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। আফগানিস্তানের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই খুশি হতে হল সুনীর ছেত্রীদের। এই প্রথম পয়েন্ট পেল আফগানিস্তান। আর তিনটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দুয়ে উঠে এল ভারত।

{link}


বৃহস্পতিবার মধ্যরাতে ফিফা বিশ্বকাপ ২০২৬ তথা এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর যোগ্যতা অর্জনকারী ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। ম্যাচটি ড্র হওয়ায় গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া করল সুনীল ছেত্রীর দল।অথচ নির্বিষ এই ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল ভারত। সেই হেলায় হারিয়েছেন নিখিল পুজারি, মনবীর সিংহরা। ম্যাচে উল্লেখযোগ্য ছাপ রাখতে পারেননি সুনীল। একাধিকবার ক্রস ভেসে এলেও, গোল হয়নি। এদিন গোল খেয়েই মাঠ ছাড়তে হওয়ার উপক্রম হয়েছিল ভারতের। খেলা শুরুর ৬২ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের আকবরি। তিনি স্কোয়ার পাস বাড়িয়ে দেন পোপালজেকে। রাহুল বেকের দুর্দান্ত পারফর্মেন্সের জেরে গোলে ঢোকেনি বল। এদিন লিস্টন কোলাসো ডান দিকের উইং থেকে বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি টিম ইন্ডিয়ার বাকি ফুটবলাররা। 

{link}


ম্যাচ শুরুর ৭৯ মিনিটের মাথায় শুভাশিস বসুর একটা হেডের পরে গোল হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল। তবে বল অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ায় গোল হয়নি। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ভুলভ্রান্তি শুধরে টিম ইন্ডিয়া হোম লেগে মাঠে নামবে বলে আশা করা যায়। ফিরতি লেগের ম্যাচ রয়েছে ২৬ মার্চ। এই ম্যাচে সুনীল ছেত্রীর দল কামব্যাক করতে পারে কিনা, তা-ই দেখার। 

{ads}
 

News Football India Afghanistan Sunil Chhetri Footballer সংবাদ

Last Updated :