header banner

Ind Vs SA T20: সামনে বিশ্বকাপ! আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 সিরিজে নামছে ভারত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচ। ভারতের কি অবস্থান হবে? তা নিয়ে ক্রিকেট জগৎ খুবই উৎসাহী। কটকের বারাবাটি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। অস্ট্রেলিয়া সফরে টি২০ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এবার সিরিজ ঘরের মাঠে। তাই সেই জয়ের ধারা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাবে টিম ইন্ডিয়া। ঘাড়ের চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন শুভমন গিল। প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দলের ব্যাটিং কম্বিনেশন কী হয় সেটাই দেখার। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফিরে আসা কেবল ভারতীয় দলের ব্যাটিংয়ে গভীরতা বাড়িয়ে দিইয়েছে তেমনটাই শুধু নয়, অতিরিক্ত ফাস্ট বোলারেরও অপশন বাড়িয়ে দিয়েছে। অতএব, এই ম্যাচে ভারত কেবলমাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার, কুলদীপ যাদবকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর চেয়ে কুলদীপ এগিয়ে তাঁর ফর্মের জন্য।

{link}

  যা জানা যাচ্ছে, প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, সন্তু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা। কটক টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তার একাদশ সম্পর্কে মুখ খোলেননি। তিনি বলেছেন যে উইকেট দেখার পরেই একাদশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে কেবল একজনেরই একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

{ads}

India Vs South Africa Cricket IND vs SA South Africa India South Africa Virat Kohli Suryakumar Yadav Subhman Gill Cricket News ক্রিকেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা Ind VS SA live Score

Last Updated :

Related Article

Latest Article