শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কটকে বিপুল জয় পেয়ে ভারত বেশ তরতাজা আছে। মনোবল তুঙ্গে। সেই অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় খেলা। ম্যাচটি হবে মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। মাথায় রাখতে হবে, এই স্টেডিয়ামে এখনও কোনও পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আইপিএল-এর ম্যাচই সাধারণত এখানে হয়। তাই মাঠ নিয়ে কিছুটা কৌতুহল অবশ্যই রয়েছে। ভারতে এখন ডিসেম্বর। তাই শিশিরের একটা ফ্যাক্টর সব ম্যাচেই থাকছে। যদিও বিশেষজ্ঞের মনে করছেন, এই মাঠে ডিউ তেমন একটা ফ্যাক্টর হবে না। আর সেটার প্রমাণ রয়েছে আইপিএল-এর রেকর্ডে। এখানে মোট ১১টি আইপিএল ম্যাচ হয়েছে। সেখানে প্রথমে যেই দল ব্যাট করেছে, তারা এখানে ৬টি ম্যাচ জিতেছে। আর পরে ব্যাট করা দল জিতেছে ৫টি ম্যাচ। অর্থাৎ লড়াই তুল্যমূল্য। তাই আমাদের অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।
{link}
মনে করা হচ্ছে, এই ম্যাচে কিছু বদল হতেই পারে দলে। সেক্ষেত্রে পিচ শুষ্ক থাকলে অর্শদীপের জায়গায় আসতে পারেন কুলদীপ যাদব। অবশ্য যদি ভরতীয় দল নিজেদের ব্যাটিং শক্তি বৃদ্ধি করতে চায়, তাহলে এই ম্যাচে খেলতে পারে হর্ষিত রানা। তবে দলে আর কোনও বদলের প্রয়োজন নেই বলেই মনে করছেন অনেকে। সম্ভাব্য দল সম্পর্কে জানা যাচ্ছে - অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্য, শিভম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা। এখন বলতেই হবে শেষ ভালো যার, সব ভালো তার।
{ads}