Asian Games: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের। এদিন এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিলেন অন্নু রানি। জ্যাভলিনে সোনা পেলেন তিনি। ৬২.৯২ মিটার ছুড়ে প্রথম হলেন তিনি। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন অন্নু। এদিনও প্রথম তিনটি থ্রোয়ে তিনি যে সোনা জিততে চলেছে, তার আভাস মেলেনি। চতুর্থ প্রচেষ্টায় উল্টে দিলেন পাশার দান। ৬২.৯২ মিটার ছুড়লেন। চলতি মরশুমে নিজেকেই ছাপিয়ে গেলেন অন্নু। বুধে মাঠে নামবেন নীরজ চোপড়া। তার আগেই দেশকে সোনা এনে দিলেন অন্নু। অন্নুর সোনা জয়ের সঙ্গে সঙ্গেই ক্রীড়া ইতিহাসে নাম উঠল ভারতের। কারণ অন্নুই প্রথম মহিলা, যিনি সোনা জিতলেন জ্যাভলিনে। ইতিমধ্যেই অন্নুকে মহিলাদের নীরজ চোপড়া বলতে শুরু করেছেন সমর্থকরা।
{link}
অন্নু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি জ্যাভলিনে ৬০ মিটার দূরত্ব স্পর্শ করেন। তাঁর থ্রো ছিল ৬১.৮৬ মিটার। ইন্ডিয়ান ওপেনে তিনি জ্যাভলিন ছুড়েছিলেন ৬৩.৮২ মিটার।
অন্নুর এই সোনা জয়ের ঘণ্টাখানেক আগেই গোল্ড মেডেল জিতেছিলেন পারুল চৌধুরী। তিনি প্রথম হয়েছেন মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে। ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। ২০১৮ সালে শেষবার দেশের হয়ে সোনা জিতেছিলেন পারুল। এদিন ৫ কিলোমিটার দৌড়ে প্রথম দিকে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। শেষ ১৫০ মিটারে স্পিন্ট নেন তিনি। টপকে যান প্রথমে থাকা জাপানের অ্যাথলিটকে। এ বছর এশিয়ান গেমসে পারুল হলেন তৃতীয় ট্র্যাক অয়ান্ড ফিল্ড অ্যাথলিট যিনি ভারত থেকে পদক জিতলেন। দ্বিতীয় হলেন জাপানের রিরিকা হিরোনাকা। সোমবারই মহিলাদের সিঙ্গলসে ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। সময় নিয়েছিলেন ৯ মিনিট ২৭.৬৩।
{ads}