header banner

Asia Team Championships : এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে জয়ী ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে জয়ী ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা। সেলাঙ্গরে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু ও তাঁর সহ খেলোয়াড়রা। থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারালেন ভারতের মহিলা বাহিনী। এই জয়ের সঙ্গে সঙ্গেই রচনা হল ইতিহাস। প্রথমবার এশিয়া চ্যাম্পিয়ান হল ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। সিন্ধু ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় পেয়েছেন আনমোল খারব ও গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি জুটি।

{link}


ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দলের জয় অবশ্য সহজ ছিল না। দু বার অলিম্পিক পদক জয়ী সিন্ধু মাত্র ৩৯ মিনিটেই ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়ে দেন থাইল্যান্ডের সুপানিন্দা কাথেংয়কে। দ্বিতীয় ম্যাচেও জিতে ভারত। গায়ত্রী-তৃষা জুটি ২১-১৬, ১৮-২১ এবং ২১-১৬ ব্যবধানে পরাস্ত করেন জংকলফাম কিতিথারকুল-রাউইন্দা প্রাজঙ্গল জুটিকে। তৃতীয় ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও, শেষে জয় ছিনিয়ে নেন গায়ত্রী-জলি। শেষমেশ শেষ হাসি হাসেন ভারতের মহিলারা। 

{link}


এর পর অবশ্য পরাজিত হয় ভারতই। থাইল্যান্ডের বুসানান ও বামরুংফামের কাছে হেরে যান ভারতের অস্মিতা চাহিলা। দ্বিতীয় ডাবলস ম্যাচেও ভারতকে হারায় থাইল্যান্ড। শেষ ম্যাচে ভারতের হয়ে নামেন বিশ্বের ৪৭২ নম্বর আনমোল। তিনি নম্বর পর্নপিচা চোইকিওংকে হারিয়ে দেন। তার জেরেই রচনা হয় ইতিহাস। এশীয় ব্যাডমিন্টনে মহিলাদের দলগত বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ভারত। 

{ads}

News Asia Team Championships Badminton Women's players সংবাদ

Last Updated :