শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের দাবি নিরাপত্তার কারণে তারা ভারতের খেলবে না। আর ICC জানিয়ে দিয়েছে কলকাতার পরিবর্তে অন্য রাজ্যে খেলা যেতে পারে কিন্তু ভারতে খেলতেই হবে। আবার পাকিস্তান বলেছে বাংলাদেশ না খেললে তারাও খেলবে না। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি। এখনও পর্যন্ত জানা গিয়েছে, জয় শাহের নেতৃত্বাধীন ICC বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশ না খেলতে চাইলে অন্য দল তৈরি আছে। সে ক্ষেত্রে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। অন্যদিকে সংবাদ সংস্থা AFP-র খবর অনুযায়ী, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা, আজ অর্থাত্ বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে বিসিবি। যদিও বিসিবি-র তরফে এই খবরকে উড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' জানাচ্ছে, বিসিবি-র দাবি, আইসিসি তাদের কোনও রকম ডেডলাইন বেঁধে দেয়নি। বিসিবি-র মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেনের বক্তব্য, 'এ ব্যাপারে ওনারা সুনির্দিষ্টি তারিখ বা কবে নাগাদ জানাবেন, কিছুই বলেননি। শুধু জানিয়েছেন, পরবর্তী তারিখটি কবে হবে, আমাদের জানিয়ে দেবেন।'
{link}
বস্তুত, যাবতীয় অশান্তির সূত্রপাত IPL এ KKR টিমে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। প্রবল বিরোধিতার জেরে মুস্তাফিজুরকে বাদ দিয়েছে কেকেআর। সেই থেকেই বাংলাদেশ হঠাত্ দাবি করতে শুরু করে, টি২০ বিশ্বকাপ তারা ভারতে গিয়ে খেলবে না। প্রথমে তারা জানায়, ভারতে তাদের প্লেয়ারদের নিরাপত্তজনীত সমস্যা। নিরাপত্তার সুনিশ্চিতের বিষয়ে আইসিসি ও বিসিসিআই আশ্বাস দেওয়ার পরেই বিসিবি দাবি করে, ভারতে প্রবল বাংলাদেশ বিদ্বেষ। তারা অপমানিত বোধ করছে। বিসিবি-র দাবি, এখন আইসিসি শুধু জানাবে, বাংলাদেশের ম্যাচগুলিকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া সম্ভব কি না। তা না হলে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। আবার ওদিকে পাকিস্তানও পুরোপুরি ভাবে বাংলাদেশের পাশে। পিসিবি জানাচ্ছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ না করে দিলে তারাও টুর্নামেন্ট বর্জন করতে পারে।
{ads}