রুটের অনবদ্য ২১৮ রানের অনবদ্য ইনিংসের সুবাদে দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রানের পাহাড়প্রমান ইনিংস ইংল্যান্ডের। যার ফলে কার্যত প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের মাটিতেই চালকের আসনে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ১২৮ রানে অপরাজিত ছিলেন রুট, ইংল্যান্ডের রান ছিল ২৬৩/৩। আর দ্বিতীয় দিনের শুরু থেকেই কার্যত ক্রিজে জমিয়ে বসে যান ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। জো রুটের পাশাপাশি ৮২ রানের অনবদ্য ইনিংস খেলে যান জো রুট। সব মিলিয়ে দিনের শেষে কার্যত চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। ভারতীয় যে বোলিং অ্যাটাক সামলাতে হিমিশিম খেতে হচ্ছিল অস্ট্রেলিয় ব্যাটম্যানদের সেই বোলিং অ্যাটাক কে নিয়ে চিদাম্বরমের স্টেডিয়ামে কার্যত ছেলেখেলা করলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। জো রুটের খেলা এই ইনিংস যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে খেলা অন্যতম সেরা ইনিংস তা বলতে কোন দ্বিধা নেই। তার এই ইনিংসের প্রশংসায় মেতে উঠেছেন ক্রিকেট বিশ্বের সমস্ত নক্ষত্রেরা। ইংল্যান্ডের এই পাহাড় প্রমান রানের প্রতিক্রিয়ায় কাল ভারতের ব্যাটিংয়ের উপরেই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
প্রথম ইনিংসে ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ সহ ভারতেই সকল বোলারই দুটি করে উইকেট পেয়েছেন একমাত্র ওয়াশিংটন সুন্দর কোন উইকেট পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হওয়া এই সিরিজের উপরেই নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের ভাগ্য। শেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতীয় ক্রিকেট ফ্যান সহ বেশিরভাগ ক্রিকেটপ্রেমীরা ভেবছিলেন খুব সহজেই ভারত জিততে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধেও। কিন্তু এই সিরিজ যে ভারতের জন্য অন্যতম কঠিন সিরিজ হতে চলেছে তা পরিষ্কার। ফের এক দুরন্ত কামব্যাকের আশাতেই বসে আছেন ভারতীয় ফ্যানেরা।
{ads}