শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস (Punjab Kings) ১৫.৩ ওভারে ১১১ রানে অল-আউট হয়ে যায়। ৩.২ ওভারে ৩৯ রানে পড়েছিল প্রথম উইকেট। ওপেনার প্রভসিমরণ সিং ১৫ বলে সর্বাধিক ৩০ রান করেন। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। অপর ওপেনার প্রিয়াংশ আর্য করেন ১২ বলে ২২, তিনি তিনটি চার ও ১টি ছয় মারেন। শশাঙ্ক সিং ১৭ বলে ১৮, নেহাল ওয়াধেরা ৯ বলে ১০ ও জেভিয়ার বার্টলেট ১৫ বলে ১১ রান করেন।
{link}
বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। অধিনায়ক শ্রেয়স আইয়ার ২ বলে ০, জশ ইনগ্লিস ৬ বলে ২, গ্লেন ম্য়াক্সওয়েল ১০ বলে ৭, ইমপ্যাক্ট সাব সূর্যাংশ শেড়গে ৪ বলে ৪, মার্কো জানসেন ২ বলে ১ রান করেন। অর্শদীপ সিং অপরাজিত থাকেন ১ বলে ১ রান করে। হর্ষিত রানা ৩ ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। সুনীল নারিন ৩ ওভারে ১৪ রান দিয়ে পেলেন ২ উইকেট। আইপিএলে (IPL) পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নারিন ৩৬তম উইকেটটি পেলেন এদিন, যা সর্বাধিক।
{link}
উমেশ যাদবের ছিল ৩৫ উইকেট। হর্ষিত চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার করতে গিয়ে দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট নিয়েছিলেন। জবাবে খেলতে নেমে ৭ রানের মাথায় ওপেনারদের হারায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম ওভারের শেষ বলে সুনীল নারিন ৪ বলে ৫ রান করে জানসেনের বলে বোল্ড হয়ে যান। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী। পাওয়ারপ্লের ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৫৫। অষ্টম ওভারের চতুর্থ বলে ৬২ রানে কেকেআরের তৃতীয় উইকেটের পতন ঘটে। ১টি করে চার ও ছয় মেরে রাহানে ১৭ বলে ১৭ রান করে যুজবেন্দ্র চাহালের বলে লেগ বিফোর হন। রাহানে কেন রিভিউ নিলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে।
{ads}