header banner

শেষ লগ্নে কেসির গোলে এল ক্লাসিকো জয় বার্সার, লা-লিগায় ১২ পয়েন্টের লিড জাভির দলের

article banner

নিজস্ব সংবাদদাতা: রবিবার মধ্যরাতে বাঙালির ফুটবলপ্রেমীদের একটা বিরাট অংশের চোখ ছিল স্প্যানিশ ডার্বি এল ক্লাসিকোর দিকে। বিশ্ব-ফুটবলের সেরা ম্যাচগুলির অন্যতম এটি। একসময় সেই মঞ্চে দাপিয়ে খেলে যেওয়া মেসি, নেইমার, রোনাল্ডো আজ না থাকলেও এল ক্লাসিকোর জনপ্রিয়তা রয়েছে সেই পুরোনো পর্যায়তেই। গতকালের ম্যাচেও সেই কথাই স্পষ্ট হল। দর্শকে ঠাসা ন্যু-ক্যাম্পে রোমাঞ্চকর এক ম্যাচের সাক্ষি রইল ফুটবল বিশ্ব। লা-লিগা থেকে নিজেদের রাইভেল ক্লাব রিয়াল মাদ্রিদের থেকে ইতিমধ্যেই ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে জাভির বার্সা। নির্ধারিত সময়ের কার্যত শেষ লগ্নে গোল করে সেই লিড ১২ পয়েন্টের করে দিলেন ফ্র্যাঙ্ক কেসি। ম্যাচে নাটকীয় জয়ের মাধ্যমে নিজেদের লা-লিগা ট্রফির কার্যত স্বাদ পেতে শুরু করে দিয়েছে বার্সা। 

{link}
যদিও এই হাইভোল্টেজ এল ক্লাসিকো তে নিজেদের মাঝমাঠের অন্যতম নক্ষত্র পেদ্রি কে পায়নি বার্সা। তার পরিবর্তে ফ্রেঙ্কি দে জং, বুস্কেতস, সের্জিও রবার্তো এবং গাভি কি দিয়ে নিজের মাঝমাঠ সাজিয়েছিলেন জাভি। আস্থা রেখেছিলেন অভিজ্ঞ সের্জিও রবার্তোর উপরে। শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল শুরু করে বার্সা। শুরুটা ভালো হলেও প্রথম ধাক্কা লাগে তাদেরই। ম্যাচের ৯ মিনিটের মাথায় ভিনিসিয়াসের ক্রসের উদ্দেশ্যে ভাসানো বল আচমকাই আরাউজোর মাথায় লেগে জড়িয়ে যায় জালে। অতর্কিতে আসা বল কার্যত লক্ষ্যই করেননি স্টেগেন। ম্যাচে ফেরার উদ্দেশ্যে চাপ বাড়াতে থাকা বার্সার হয়ে স্বস্তি ফিরিয়ে আনেন সেই রবার্তো। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে বক্সের মধ্যে পায়ে পায়ে জড়াতে থাকা বল জড়িয়ে দেন জালে। 

{ads}
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দুই দলের কাছে বেশ কয়েকটি সুযোগ আসে, কার্লো আন্সেলত্তির পরিবর্ত হিসেবে নামানো মার্কো অ্যাসেনসিও-র গোলে প্রতিপক্ষের ঘরের মাঠে লিড ও নিয়ে নেয় রিয়াল। তবে ভাগ্য ছিল অন্য কিছুই। শোল্ডার লাইন বেরিয়ে থাকায় সেই গোল হয়ে যায় অফসাইডে বাতিল। তার কিছুক্ষন পরেই ম্যাচের নির্ধারিত সময়ের শেষ লগ্নে ন্যু ক্যাম্পে বসে থাকা বার্সেলোনার সমর্থকদের গলা ফাটানো চিৎকারের সুযোগ করে দেন কেসি। লিওয়ানডোস্কির ব্যাকহিল থেকে বালদে-র মাইনাস করা বল নিখুঁত প্লেসমেন্ট করে জড়িয়ে দেন জালে। শেষ পর্যন্ত তার এই গোলই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল। 

{link}
ইউরোপা লিগে ম্যাঞ্চেসটার ইউনাইটেডের বিরুদ্ধে হেরে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বার্সা। চ্যাম্পিয়ান্স লিগে যদিও নিজেদের দাপুটে লড়াই এখনও চালাচ্ছে রিয়াল। এই বছর লা-লিগাই কার্যত বার্সার কাছে সবথেকে বড়ো ট্রফি। তাই তারা সেটা যে হাতছাড়া করতে নারাজ তা স্পষ্ট। সেই দিকে এগিয়েই টেবিলে ইতিমধ্যেই ১২ পয়েন্টের লিড নিয়ে নিয়েছে তারা। তবে একই মরশুমে পরপর তিনটি এল-ক্লাসিকোয় হার কাঁটার মতো বিঁধছে রিয়াল ভক্তদের। সামনে কোপা দেল রে-এর সেমিফাইনালের দ্বিতীয় লেগ-এ আবার ক্যাম্প ন্যু তে আসছে চলেছে রিয়াল।  
{ads}

sports football La Liga El Classico FC Barcelona Real Madrid সংবাদ

Last Updated :