শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ চোদ্দ বছর পর টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে (Test cricket career) বিদায় দিলেন বিরাট। কিং কোহলির এই সিদ্ধান্তে গোটা বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মন খারাপ। তেমনই চোখে জল স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma)।
{link}
ক্রিকেট তারকা স্বামীর এমন সিদ্ধান্তের পর কী লিখলেন স্ত্রী অনুষ্কা? বিরাটকে নিয়ে লিখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অনুষ্কাও। অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ‘ওরা রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল, যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সব লড়াই, যা কেউ দেখেনি। মনে রাখব এই ফরম্যাটকে কতটা ভালবাসা তুমি দিয়েছ। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে।
{link}
প্রতিটা টেস্ট সিরিজের পরে তুমি ফিরে এসেছ আরও পরিণত, আরও নম্র হয়ে। এই সময়ে তোমার পরিবর্তনের সাক্ষী থেকেছি।’অনুষ্কা আরও লিখেছেন, ‘কেন জানি না, আমার মনে হত, টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে তুমি। কিন্তু তুমি সব সময় নিজের মনের কথা শুনেছ। আমি শুধু এটুকুই বলতে চাই, এই বিদায়ের প্রতিটা মুহূর্ত তুমি অর্জন করেছ।’
{ads}