header banner

সাত বছর পর লা লিগা জয় অ্যাটলেটিকোর, বুন্দেশলিগায় রেকর্ড লিওয়ানডোস্কির

article banner

শেষটা পূর্বানুমান করা থ্রিলারের মতোই হল। রুদ্ধশ্বাস নাটকের পর শেষ পর্যন্ত সাত বছর পর ট্রফি উঠল অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে। ম্যাচের ১৮ মিনিটে ভালাদোলিদের হয়ে গোল করেন প্লানো। পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে অনবদ্য কামব্যাক করে দিয়গো সিমিওনের দল। ৫৭ মিনিটে অ্যাঞ্জেল কোরিয়া-র গোলে ম্যাচে সমতা ফেরায় লাল-সাদা ব্রিগেড। ৬৭ মিনিটে লুই সুয়ারেজের হাত ধরে আসে জয়সূচক গোল। কালকের ম্যাচের পর কার্যত নিজের মধুর প্রতিশোধ সম্পূর্ন করলেন লুইস সুয়ারেজ। মরশুমের শুরুতে তাকে নিতান্তই কম রেটে ছেড়ে দেয় বার্সা। তিনি যে এখনও হারিয়ে যাননি তাই প্রমান করে দিলেন খেলার মাধ্যমে। তার হাত ধরেই ট্রফি জিতল অ্যাটলেটিকো। ম্যাচ শেষে আবেগপ্রবন হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন উরুগুয়ের এই তারকা ফুটবলার।

{link}
কাল নাটকিয় ভাবে লড়াই করে পিছিয়ে পড়ার পরেও জয় পেয়েছে রিয়ালও। কিন্তু তাদের এই জয়, তাদরকে ট্রফি এনে দিতে পারেনি। ভিলারিয়ালকে ২-১ গোলে পরাজিত করেছেন তারা। রিয়ালের দুটি গোলই এসেছে ৮৫ মিনিটের পর। শেষ ম্যাচে কষ্টার্জিত জয় অর্জন করেছে বার্সেলোনাও, গ্রিজম্যানের গোলে ১-০ গোলে জয়লাভ করেছে তারা। 

অন্যদিকে জার্মানির বুন্দেসলিগায় কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারের রেকর্ড ভেঙে দিয়েছেন রবার্ট লিওনডোস্কি। এবারের বুন্দেসলিগাও জয় করেছেন তারা। এর পাশাপাশি হয়ত বায়ার্নের হয়ে শেষ ম্যাচ খেলে নিলেন জেরম বোয়াতেং এবং ডেভিড আলাবা। তাদের সংবর্ধনা দেওয়া হয় দলের পক্ষ থেকে। 
{ads}

La Liga Atletico Madrid La Liga Champions Luis Suarez Robert Lewandowski Bundesliga News sports International spain Germany সংবাদ খেলা লা লিগা অ্যাটলেটিকো মাদ্রিদ

Last Updated :