header banner

ফ্রিকিক সহ জোড়া গোল মেসির, ৪-০ গোলে বড় জয় বার্সেলোনার

article banner

বেশ কিছুদিন পর মাঠে ফ্রিকিকে অনবদ্য গোল মেসির। ম্যাচে মেসি ও গ্রিজম্যানের জোড়া গোল। শনিবার রাতের ম্যাচে গ্রানাডাকে ৪-০ গোল্ব পরাস্ত করল রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। যার ফলে লা লিগায়  টানা তিনটি ম্যাচ পরপর জিতল কাতালান ক্লাব। বর্তমানে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এলো মেসির টিম। প্রথম ও দ্বিতীয় পজিশনে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।


গতকালের ম্যাচে ১২ মিনিটের মাথায় প্রথম গোল করেন আন্তোনিয় গ্রিজম্যান। তারপর ৩৫ মিনিটে  ৪২ মিনিটে পরপর দুটি গোল করেন এল এম টেন। যদিও প্রথম গোলের সময় বুস্কেতস এর হাতে বল লাগার ফলে বিতর্কিত রেফারিং নিয়ে প্রশ্ন ওঠে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে ফের গোল করেন গ্রিজম্যান। ৭৮ মিনিটে লাল কার্ড দেখেন গ্রানাডার ভালেহো। ৬৫ মিনিটে সবাইকে অবাক করে মেসিকে মাঠ থেকে তুলে নেন রোনাল্ড কোম্যান। শেষ পর্যন্ত ৪-০  গোলেই ম্যাচ জিতে নেয় বার্সা। সমর্থকদের জন্য খুশির খবর ফের গোলে ফিরেছেন মেসি এবং ধীরে ধীরে ছন্দে ফিরছে তাদের প্রিয় দল। 

{ads}
 

Lionel Messi Barcelona La Liga Barcelona Vs Granada Spain International Sports Football

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article