header banner

জোড়া গোল রোনাল্ডোর, জয়ী জুভেন্তাস

article banner

জমেও যেন ঠিক জমল না। মঙ্গলবার শেষরাতে গোটা বিশ্ব ঠিক যে লড়াই খেলার মাঠে দেখতে চেয়েছিল সেটা কার্যত হয়ে উঠল না। ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিল মেসি বনাম রোনাল্ডোর লড়াই। মাঠে সেই লড়াই দেখা গেলেও এর সাথে বার্সেলোনা বনাম জুভেন্টাসের লড়াইও ছিল, যে লড়াইয়ে কার্যত প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি বার্সেলোনা। আর যদি প্রশ্ন করা হয় দ্বৈরথে লিওনেল মেসি বনাম ক্রিস্তিয়ানো রোনাল্ডো মধ্যে লড়াইয়ে জয়ী কে? গোলের বিচারে উত্তর অবশ্যই ক্রস্তিয়ানো রোনাল্ডো।  
এককথায় যাকে বলে গতকাল রাতে প্রথম লেগে ২-০ পরাজয়ের মধুর প্রতিশোধ নিল জুভেন্তাস। আর এই জয়ের পিছনে অন্যতম গুরুত্বপূর্ন অবদান রয়েছে রোনাল্ডোর। ম্যাচের ১৩ মিনিটেই রোনাল্ডোকে বক্সের মধ্যে ফাউল করেন আরাউহো, সেখান থেকেই পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন সি আর সেভেন। তার সাত মিনিট পরেই অনবদ্য ভলির মাধ্যমে ফের টার স্টেগেনকে পরাস্ত করে ম্যাচের স্কোর ২-০ করে দেন ওয়েস্টন ম্যাককিনি। এই গোলের ক্ষেত্রেও অবদান রয়েছে রোনাল্ডোর, মূলত রোনাল্ডোকে ফলো করতে গিয়েই ডিফেন্স ম্যাককিনি কে মার্ক না করায় সম্পূর্ন ফাঁকা অবস্থায় বল পেয়ে বল গোলে ঠেলে দেন তিনি। ম্যাচে ৫২ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটিও পুঁতে দেন রোনাল্ডো। বার্সেলোনার ঘরের মাঠে কার্যত গোটা ম্যাচ জুড়েই আধিপত্য বজায় রেখেছিল পির্লোর জুভেন্তাস। বার্সেলোনার কাছে বল পজিশন বেশি থাকলেও ম্যাচে কখোনই ছন্দে দেখা যায়নি দলকে। আরও একবার নিজেদের ভুলের জেরেই ম্যাচে হারের মুখ দেখতে হল বার্সেলোনাকে। ম্যাচে বার্সেলোনার বিপক্ষের গোলে শট সাতটি, সাতটিই এসেছে মেসির পা থেকে। কার্যত মেসি ছাড়া বার্সার আর অন্য কোন খেলোয়াড়ের মধ্যেই লড়াকু মনোভাব দেখা যায়নি। যার ফলে কার্যত এখন বেশ খারাপ সময় যাচ্ছে বার্সেলোনার। অন্য সময় হলে চাকরিও খোয়াতে হতে পারত কোম্যানকে।  
 

Lionel Messi Cristiano Ronaldo Barcelona Juvetnus UEFA Champions League International Football Sports

Last Updated :