header banner

বিশ্বরেকর্ড মেসির, জয়ী বার্সা

article banner

“আমি যখন ফুটবল খেলতে শুরু করেছিলাম তখনও ভাবিনী কোনও রেকর্ড ভাঙতে পারব বলে। আর যে রেকর্ড পেলের ছিল সেটাও আজ আমি অর্জন করতে পেরেছি। আমি শুধুমাত্র সকলকে ধন্যবাদ জানাতে পারি তাদের যারা এত বছর ধরে আমাকে সাহায্য করেছে। আমার টিমমেটস, আমার পরিবার, আমার বন্ধু এবং সেই সবাইকে যারা প্রতিদিন আমায় সমর্থন করে চলেছে। আলিঙ্গন!!” – সোশ্যাল মিডিয়ায় আবগঘন পোস্ট মেসির। লিওনেল অ্যান্দেস মেসি এই একটি নামই যেন ফুটবলের একের পর রেকর্ড বর্ননা হয়ে উঠছে। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগার ম্যাচে পেলের একটি ক্লাবের হয়ে সর্বাধিক ৬৪৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। আর গতকাল রাতে ভালাদোলিদের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে বর্তমানে বিশ্ব ফুটবলে একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড নিজের নামে করে নিলেন এই আর্জেন্টিনিয়ান। গতকাল বার্সেলোনা লা লিগায় ৩-০ গোলে জয় পেল ভালাদালিদের বিরুদ্ধে। ম্যাচের ৬৫ মিনিটে পেদ্রির অনবদ্য ব্যাকহিল থেকে গোল করেন মেসি। প্রথমার্ধে ২১ মিনিটে মেসির তোলা বলেই হেড দিয়ে ম্যাচে প্রথম বার্সেলোনাকে লিড এনে দেন ক্লিমেন্ট লঙ্গলেট। ৩৫ মিনিটে গোল করেন ব্রেথওয়েট। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মেসি। বর্তমানে লা লিগায় ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বার্সেলোনা। 
পেলের এই রেকর্ড ভাঙতে মেসি বার্সেলোনার হয়ে খেলেছেন মোট ৭৪৯ টি ম্যাচ, বর্তমানে বার্সার হয়ে ৭৪৯ ম্যাচে ৬৪৪ গোল রয়েছে এল এম টেনের। যদিও পেলে স্যান্টোসের হয়ে এই রেকর্ড করেছিলেন মাত্র ৬৬৫ টি ম্যাচে। মসেই যেদিন পেলের এই রেকর্ড স্পর্শ করেন সেদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফুটবল সম্রাট তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, একই জার্সি দিনের পর দিন গায়ে চাপানোর মধ্যে দিয়ে ভালো লাগার অনুভূতির কথা, জানিয়েছিলেন যে ক্লাবকে নিজের ঘর বলে তারা মন করেন সেই ক্লাবে দীর্ঘদিন থাকার অনুভূতির থেকে ভালো কিছু হয়না। এছাড়াও মেসিকে বার্সাতে থেকে যাওয়ার জন্য অনুরোধও করেছিলেন তিনি। এখন বিশ্বব্যাপী বার্সেলোনার সাপোর্টারেরা প্রানপনে চাইবেন যেন পেলের এই অনুরোধের মান রাখেন বার্সেলোনার ক্যাপ্টেন। যদিও পরিস্থিতি অনেকটাই বিপরীতে চলে গিয়েছিল শেষ মরশুমে। কার্যত চুক্তি শেষের পরেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। ঘরের ছেলে ঘরেই থাকবে নাকি অন্য কোন শহরে পাড়ি দেবে তাই এখন দেখার। 
{ads}

Lionel Messi FC Barcelona Pelé Football International World Record La Liga Sports

Last Updated :