header banner

ভগবানের ৬০ বছর………………

article banner

তাঁকে সবাই ভগবান বলে , তাঁর পায়ের জাদুতে বিশ্ব ফুটবল মাথা নত করে , তাঁর কাছে ফুটবলের মাঠ নিশ্বাস নেওয়ার একমাত্র উপায় ,তিনি মারাদোনা।
 বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় হিসাবে যদি পেলের সাথে কারুর সবচেয়ে বেশি নাম নেওয়া হয়ে থাকে তবে সেই নাম দিয়োগো আর্মান্দো মারাদোনা। আজ তিরিশে নভেম্বর তিনি পা দিলেন ৬০ বছর বয়সে। সাফল্যেই হোক বা বিতর্কে সবদিক থেকেই বরাবরই তার নাম ছিল প্রথম সারিতে। তার পায়ের যাদুতে মুগ্ধ হননি এমন ফুটবলপ্রেমী বিশ্বে বিরল।
মারাদোনাই একমাত্র খেলোয়াড় যিনি ট্রান্সফার ফি তে দুবার বিশ্বরেকর্ড গড়েছিলেন। প্রথমবার ৫ মিলিয়ান ইউরো বার্সেলোনায় স্থানান্তরের সময় এবং দ্বিতীয়বার ৬.৯ মিলিয়ান ইউরো নেপোলিতে স্থানান্তরের সময়। বার্সেলোনা ও নেপোলি ছাড়াও খেলেছেন আর্জেন্টিনা জুনিয়ার্স, বোকা জুনিয়ার্স, সেভিয়া ও নিউ ওল্ড বয়েজ ক্লাবের হয়ে। ক্লাবের হয়ে খেলা ৪৯০ টি ম্যাচে ২৫৯ টি গোল করেছেন তিনি নিজের কেরিয়ারে।
আর্জেন্টিনা দলের হয়ে আর্ন্তজাতিক ম্যাচ খেলেছেন ৯১টি ম্যাচ ও করেছেন ৩৪টি গোল। কিন্তু গোটা বিশ্বে তাকে সবাই মেনে রেখেছে ছিয়াশির বিশ্বকাপে করা তার অনবদ্য কীর্তির জন্য। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। ৫১ মিনিটে করা তার প্রথম গোল বিশ্ববাসির কাছে পরিচিত ‘হ্যান্ড অফ গড’ নামে। যা আজও বহু বিতর্কিত। এর চার মিনিট পরেই মাঝমাঠের নিচে থেকে বল টেনে নিয়ে গিয়ে পাঁচ জন ইংরেজ ডিফেন্ডারকে ও গোলরক্ষক পিটার শিল্টনকে বিট করে গোল করেন তিনি। ২০০২ সালে অনলাইন ভোটের মাধ্যমে ফিফা এই গোলটিকে “শতাব্দির সেরা গোল” হিসাবে নির্বাচিত করে। ১৯৮৬ হোক বা ২০২০ মারাদোনার প্রতি তার বিশ্বব্যাপী ভক্তদের উন্মাদনা এখোন আগের মতোই। 
{ads}
 

Maradona Football Argentina World cup Hand of God Maradona Birthday World Cup

Last Updated :