header banner

FIFA World Cup 2026: আসন্ন বিশ্বকাপে ৯০ -এর পরিবর্তে খেলা হবে ৯৬ মিনিট!

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। ২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলা হবে ৯০ মিনিটের পরিবর্তে ৯৬ মিনিট। কিন্তু কেন এই অতিরিক্ত ৬ মিনিট? একটু খোলসা করে বলা যাক। ২০২৬ বিশ্বকাপে থাকছে হাইড্রেশন ব্রেক। গরমের দেশে খেলা হলে এই হাইড্রেশন ব্রেক দেওয়া হয়। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো-তে বিশ্বকাপ হবে এবার। তাপমাত্রা বেশির দিকে থাকবে। তাছাড়া অনেক ম্যাচ রয়েছে ভরদুপুরে। সেকারণেও হাইড্রেশন ব্রেক থাকাটা জরুরি। সেসব ভেবেই ব্রেক এ বার বাধ্যতামূলক করা হলো FIFA-এর পক্ষ থেকে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দুই অর্ধেই নেওয়া হবে হাইড্রেশন ব্রেক। ফিফা ফুটবল বিশ্বকাপে বড় বদল। নিয়ম অনুযায়ী ফুটবল ম্যাচ হওয়ার কথা ৯০ মিনিটের। কিন্তু এবার প্রতিটি ম্যাচ হবে অন্তত ৯৬ মিনিটের। তবে ওই অতিরিক্ত ৬ মিনিট খেলার জন্য নয়। বরাদ্দ হয়েছে ম্যাচের মাঝের বিরতি হিসাবে।

{link}

   এই নতুন নিয়মে কিন্তু ভীষণ খুশি সমস্ত দেশের খেলোয়াড়রা। তাদের স্পষ্ট কথা অতিরিক্ত ঘামের জন্যে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে। ফিফার তরফে জানানো হয়েছে, প্রতি ম্যাচেই প্রত্যেক অর্ধে ২২ মিনিটের মাথায় হাইড্রেশন ব্রেক নেওয়া হবে। তিন মিনিট করে সময় ধার্য করা হয়েছে এই ব্রেকের জন্য। জলপান এবং ফুটবলারদের বিশ্রামের জন্য এই সিদ্ধান্ত। এবার আমেরিকার বেশিরভাগ স্টেডিয়ামেই ছাদ রয়েছে। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও। তবু ম্যাচে দুবার হাইড্রেশন ব্রেক দেওয়া হবে। ফলে ম্যাচগুলি এমনিই ৯৬ মিনিটের হবে। সঙ্গে যোগ হবে ইনজুরি টাইম। আগামী বছর ১১ জুন থেকে শুরু ফুটবলের মেগা ইভেন্ট। প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

{ads}

FIFA WC World Cup World Cup 2026 Lionel Messi World Cup Football FIFA World Cup 2026 World Cup Rules Bengali News Sports News সংবাদ ফিফা বিশ্বকাপ

Last Updated :

Related Article

Latest Article