header banner

চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচে আজ মুখোমুখি মেসি ও রোনাল্ডো

article banner

একজনের জার্সির নাম্বার ১০ আর অন্যজনের ৭। যাদের নামের পিছনে রয়েছে অগুন্তি রেকর্ড আর বিশ্বব্যাপী ভক্ত। যাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই প্রশ্নের উত্তর দিতে পৃথিবীর সমস্ত তাবড় তাবড় কিংবদন্তীরাও ব্যার্থ। লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনাল্ডো, বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দুটি নাম। এ যুগের অন্যতম শ্রেষ্ঠ এই দুই ফুটবলারের দ্বৈরথ আজ আবার মাঠে ফিরছে চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচে। আজ চ্যাম্পিয়ান্স লিগের গ্রুপ স্টেজের ম্যাচে নু ক্যাম্পে মুখোমুখি বার্সেলোনা ও জুভেন্তাস। পৃথিবীর এই অন্যতম শ্রেষ্ঠ দুই টিম ও এল এম টেন বনাম সি আর সেভেন দ্বৈরথ শুরু ভারতীয় সময় রাত দেড়টায়। কার্যত সোশ্যাল মিডিয়ার এই নিয়ে ফুটবলপ্রেমীদের পোস্টের বন্যা বইছে,পোস্ট দেখা গেছে বার্সেলোনার ফাসবুক পেজ থেকেও, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই লড়াইয়ের সাক্ষী হওয়ার জন্য।


মাঠে এই দুই তারকার লড়াই বরাবরই আকর্ষনীয়। মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে জল্পনা তৈরি হলেও তিনি এখনও বার্সেলোনাতেই কিন্তু রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে গিয়েছেন। আগে লা লিগা তে এল ক্লাসিকো মানেই রোনাল্ডো বনাম মেসির লড়াই ছিল। কিন্তু রোনাল্ডো দল পরিবর্তন করার আর নিয়মিত ভাবে মাঠে চোখে পড়েনা এই দুই তারকার লড়াই। তার বর্তমানে এই দুই তারকার দ্বৈরথ দেখার ক্ষেত্রে ফুটবলপ্রেমীদের একমাত্র ভরসা চ্যাম্পিয়ান্স লিগ। তথ্য অনুযাই আজকের ম্যাচ খেলার মাঠে এই দুই তারকার ৩৬ তম সাক্ষাৎ, এর আগে এই দুই তারকা মুখোমুখি হয়েছেন ৩৫ বার যার মধ্যে ড্র হয়েছে ৯টি, রোনাল্ডো জিতেছেন ১০টি ম্যাচ ও মেসি ১৬টি। 


গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে ২৯শে অক্টোবর অ্যানফিল্ড স্টেডিয়ামে জুভেন্টাসের ঘরের মাঠে জুভেন্তাসকে ২-০ গোলে পরাজিত করেছিল বার্সেলোনা। সেই ম্যাচে কোভিড পজেটিভ হওয়ার কারনে  খেলতে পারেননি রোনাল্ডো। ম্যাচে জয়লাভ করার পর বার্সেলোনার তরফ থেকে টুইট করা হয়,”আমরা গর্বিত যে , তোমরাও মাঠে জিওটি(গ্রেটেস্ট অফ অল টাইম)কে দেখতে পেলে” যে টুইটের জবাবও আসে জুভেন্টাসের পক্ষ থেকে,”তোমরা হয়ত ভুল অভিধান দেখেছ, প্রকৃত জিওটিকে আমরা নিয়ে যাব নু-ক্যাম্পে” যার ফলে স্পষ্টতই সেই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই মুয়দানের বাইরেও শুরু হয়ে গিয়েছিল ঠান্ডা যুদ্ধ। বার্সেলোনার ডিফেন্ডার পিকে এবং আনুস ফাতি চোটের কারনে মাঠের বাইরে। ডিফেন্ডার অস্কার মিংগুয়েজা ডিফেন্সে ঠিকঠাক ভরসা দিতে অক্ষম। শেষ ম্যাচ ক্যাডিজের কাছে ২-১ গোলে হেরেছে মেসির দল, যার ফলে কোম্যানের বার্সেলোনা এখন কিছুটা হলেও ব্যাকফুটে। অন্যদিকে শেষ ম্যাচে তুরিনকে ২-১ গোলে পরাজিত করেছে জুভেন্তাস। তবে সবকিছুর উর্দ্ধে কোচের স্ট্রাটেজি আর স্নায়ুর চাপ। যে দল সেই চাপ নিতে পারবে তাদের পক্ষেই হতে পারে ম্যাচের ফলাফল।
 

Messi Ronaldo FC Barcelona VS Juventus UEFA Champions League International Football

Last Updated :