header banner

মেসি ও এনজো ফার্নান্ডেজ-এর 'ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স'-এ মেক্সিকোর বিরুদ্ধে জয়ী আর্জেন্টিনা

article banner

নিজস্ব সংবাদদাতাঃ ম্যাচের সময় ৬৪ মিনিট, তখনও মেক্সিকোর কাছে আটকে রয়েছে আর্জেন্টিনা। একাধিক পাশ খেলেও গোলমুখ খুলতে ব্যর্থ তারা। ম্যাচের মধ্যে বারংবার ঘটতে থাকা ফাউলে রীতমতো কেটে যাচ্ছে ছন্দ। হারলেই কাপ জয়ের স্বপ্ন, কাতারে বিশ্বকাপ অভিযান শেষ মারাদোনার দেশের। কিন্তু বিষয় হল, হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে মাঠের মধ্যে সেই ৬৪ মিনিটে উপস্থিত রয়েছেন লিওনেল মেসি। হয়ত পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়েরা এহেন সময় ও পরিস্থিতিকেই বেছে নেন নিজেদের জ্বলে ওঠার জন্য। বক্সের বাইরে থেকে বাড়ানো বল বাঁ পায়ে রিসিভ করে সেই পা দিয়েই দুরন্ত শটে পরাস্ত করলেন মেক্সিকোর গোলকিপার ওচোয়া কে। ওইটুকু সময়তেই হয়ত কিছুটা অসতর্ক ছিলেন মেক্সিকোর খেলোয়াড়েরা। সুযোগ নিতে ভুল করেননি মেসি। মেসির অভিজ্ঞতা ও এনজো ফার্নান্ডেজের তারুন্যে ভর করে জোড়া গোলে জিতে কাতার বিশ্বকাপে ছন্দে ফিরল আর্জেন্টিনা। মাঠে উপস্থিত হাজারও আর্জেন্টাইন ফ্যানেদের মনে পুনরায় ফিরে এল বিশ্বকাপের স্বপ্ন। 

ম্যাচের শুরু থেকেই লড়াকু মনোভাব নিয়েই খেলা শুরু করেছিল মেক্সিকো। উল্লেখযোগ্যভাবে ভালো রক্ষনভাগ ও আক্রমণভাগ থাকলেও বারংবার মাঝমাঠে এসে আটকে যাচ্ছিল আর্জেন্টিনার খেলা। লো সেলসোর চোট যে একটি বড়ো ফ্যাক্টর তা যেন চোখে পড়ছিল প্রতি মুহূর্তে। প্রথমার্ধে আর্জেন্টিনার খেলার ঝলক সেইভাবে চোখেই পড়েনি। মাঝমাঠে ক্রিয়েটিভ ফুটবলের প্রচন্ড অভাব ছিল। রদ্রিগো দি পল সেইভাবে খেলায় ছাপ ফেলতে পারেননি। তবে আর্জেন্টিনার রক্ষনভাগ ছিল অত্যন্ত দৃড়। প্রথমার্ধে মেক্সিকোর একটি ফ্রিকিক দুরন্ত ক্ষীপ্রতার সাথে বাজপাখির মতো ঝাঁপিয়ে আটকে দেন এমিলিয়ানো। এই ফ্রিকিকে গোল হলে খেলার ফলাফল অন্য কিছু হতে পারত বৈকি। 

দ্বিতীয়ার্ধেও কার্যত একই ছবি। তবে এবার কিছুটা আক্রমনে চাপ ও খেলায় গতি বৃদ্ধি করে আর্জেন্টিনা। একাধিক আক্রমনের লড়াইয়ের মাঝেই আচমকা মেসির শটের সামনে আত্মসমর্পণ করে দেয় মেক্সিকো। মেসির এই গোল কে সাধুবাদ জানিয়েছেন বিপক্ষের গোলকিপার ওচোয়া নিজেও। দ্বিতীয় গোলটিতেও নিপুন দক্ষতা। প্রায় শেষ লগ্নের কিছু আগে মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন যুব প্রতিভা এনজো ফার্নান্ডেজ। ইনসাইড আউটে ডিফেন্ডারকে কাটয়ে বাঁ পায়ের ইনসুইং শটে চোখ ধাঁধানো গোল। হাজারো ফুটবল সমর্থক এহেন দৃশ্য দেখবেন বলেই তো রাত জেগে টিভির পর্দায় চোখ লাগিয়ে বসে থাকেন। 

বর্তমানে নিজেদের গ্রুপে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো আর্জেন্টিনা। এক নম্বরে চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিওয়ানডোক্সির পোল্যান্ড। কিন্তু কথা হল, মেসির দল এই ম্যাচ জিতল তার অধিনায়ক ও যুব প্রতিভার ইন্ডিভিজুয়াল দক্ষতায়। সেইভাবে এখনও পর্যন্ত আর্জেন্টিনার ধারালো ডমিনেটিং ফুটবল চোখে পড়েনি বিশ্বকাপে। যে খেলা দেখা গিয়েছিল কোপা আমেরিকার আর্জেন্টিনার মধ্যে। সেই পুরোনো ভয়াবহ ছন্দ ফিরে না পেলে তা খুবই চিন্তার বিষয় হয়ে উঠতে পারে ভবিষ্যতে। সামনের লড়াই আরও কঠিন..... 

News Messi Argentina FIFA World Cup Sports সংবাদ

Last Updated : 2 years ago