header banner

India Mexico Relation: ভারতের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা মেক্সিকোর! নতুন আক্রমণের মুখে দেশ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনও হয়নি আমেরিকার। এরই মাঝে, ভারতের কৃষিক্ষেত্রে মার্কিন অনুপ্রবেশের চেষ্টায় রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। থমকে গিয়েছে বাণিজ্য চুক্তি। ভারতীয় আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশছোঁয়া ৫০ শতাংশ শুল্কের পর এবার ফের নতুন আক্রমণের মুখে ভারত। বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের নয়াদিল্লির বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলেছে আরেকটি দেশ। বুধবার, মেক্সিকোর সেনেটে ভারত, চিন এবং অন্যান্য বেশ কয়েকটি এশীয় দেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের অনুমোদন দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, এই সবই ট্রাম্পকে খুশি করার জন্য করা হয়েছে।

{link} 

   নতুন বছরের ১ জানুয়ারী থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানা গিয়েছে। এই শুল্ক বৃদ্ধির ফলে মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি না থাকা দেশগুলি থেকে আসা গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, জামাকাপড়, প্লাস্টিক এবং ইস্পাতের মতো পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। এর অর্থ ভারত, দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলির উপর এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে আসন্ন বছরে রাজস্ব হিসেবে ৩.৭৬ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩৩.৯১০ কোটি টাকা অতিরিক্ত আয় করার পরিকল্পনা করছে মেক্সিকোর সরকার।

{ads}

India Mexico Mexico Tax China Import Tax Export Tax Indian Goods Bengali News Cricket News India Mexico Taxation সংবাদ শুল্ক রাজনীতি শুল্ক খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article