কয়েকমাস আগেই এএফসি কাপ খেলতে না যাওয়ার কারণে বিস্তর সমালোচনার সম্মুখীন হয়েছিল মোহনবাগান। আশঙ্কা করা হয়েছিল, খেলতে না যাওয়ার কারণে বড়সড় শাস্তি ও জরিমানার সামনে পড়তে হতে পারে এই ঐতিহ্যপ্রাচীন ফুটবল দলটিকে। অবশেষে সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হল। AFC খেলতে না যাওয়ার কারণে বড়সড় শাস্তির সম্মুখীন হল মোহনবাগান। এই শাস্তির কারণে স্পষ্টভাবেই বড়সড় ধাক্কা খেয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা।
{link}
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, 17 ডিসেম্বর এশিয়ান ফুটবল কনফেডারেশনের ডিসিপ্লিনারি এবং এথিকস কমিটির পক্ষ থেকে মোহনবাগানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী দুই বছর এএফসির কোনও ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না সবুজ মেরুন ব্রিগেড। একইসঙ্গে মোটা অঙ্কের জরিমানাও ধার্য করা হয়েছে। মোহনবাগানের উপর 47 লক্ষ টাকা জরিমানাও ধার্য করেছে এএফসির ডিসিপ্লিনারি এবং এথিকস কমিটি। বুধবার অফিশিয়ালি এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যেই মোহনবাগানকে এই জরিমানা প্রদান করতে হবে।
{link}
প্রসঙ্গত, এই ঘটনা শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। এশিয়ান চ্যাম্পিয়ান্স লিগ টু –এ লড়াই করছিল মোহনবাগান। এই প্রতিযোগিতাতেই ইরানের ক্লাব সেপহানের বিরুদ্ধে খেলতে যাওয়ার কথা ছিল সবুজ মেরুন খেলোয়াড়দের। কিন্তু, দীর্ঘ জল্পনার পর নাটকীয়ভাবে শেষ পর্যন্ত খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। মূলত নিরাপত্তা সংক্রান্ত কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ম্যাচ না খেলতে যাওয়ার পাশাপাশি ওয়াকওভারের সিদ্ধান্ত জানান মোহনবাগান কতৃপক্ষ।
{link}
সেই সময়েই ফুটবল বিশেষজ্ঞরা ধারনা করেছিলেন, এই পদক্ষেপের ফল ভুগতে হবে বাগান শিবিরকে। আশঙ্কা সত্যি হল। এএফসির তরফে ঘোষিত এই কড়া শাস্তির কারণে আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল সবুজ মেরুন শিবিরের। বড় ধাক্কা খেল দেশের এই ঐতিহ্যপ্রাচীন দল। এএফসির ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুসারে, মোহনবাগান সুপার জায়েন্ট (MBSG) আগামী দুটি মরশুম অর্থাৎ 2027-28 পর্যন্ত এএফসি ক্লাবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এই বছর পর্যন্ত এএফসির প্রতিযোগিতা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে মোহনবাগান কে।
{link}
বর্তমানে ভারতীয় ফুটবল একটি অন্ধকার সময়ের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। এই মরশুমে আদৌ আইএসএল এবং আইলিগ অনুষ্ঠিত হবে কী না, সেই বিষয়টিকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেই অন্ধকারের পরিধি যেন আরও কিছুটা বিস্তার লাভ করল মোহনবাগানের এই সাসপেনশনের খবরে।
{ads}