header banner

২০২০-২১ মরশুমে বার্সার হয়ে মেসির ঝুলিতে ৩৮ গোল ও ১২টি অ্যাসিস্ট, এবার লক্ষ্য কোপা আমেরিকা

article banner

শেষ ম্যাচে শেষ লগ্নের হজম করা গোলে সেল্টা ভিগোর কাছে পরাজয়, যে কারনে ম্লান হয়ে গিয়েছিল মেসির হেডের করা গোল। তার আগের কয়েক ম্যাচেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সেই কারনেই আজ লা লিগার ট্রফির দৌড় থেকে বেরিয়ে যেতে হয়েছে বার্সেলোনাকে। সেই দিক থেকে ভেবেই হয়ত এইবারের বিরুদ্ধে আজকের শেষ ম্যাচে আর মাঠে নামবেন না লিও মেসি। একথাই জানিয়ে দেওয়া হয়েছে বার্সেলোনার পক্ষ থেকে। যার ফলে ২০২০-২১ সিজনে মেসির ঝুলিতে ৪৭ ম্যাচে ৩৮ গোল ও ১২টি অ্যাসিস্ট। যার মধ্যে লা লিগায় করেছেন ৩০টি গোল এবং ৯টি অ্যাসিস্ট। লা লিগার সর্বোচ্চ গোলদাতার খেতাবও নিশ্চিত এলএমটেন-এর। প্লেয়ার হিসেবে তিনি তার মান ধরে রেখেছেন ঠিকই, করেছেন কিছু ফ্রেমবন্দি করে রাখার মতো গোলও। 

{link}
বার্সেলোনার টিম কতৃপক্ষের থেকে জানানো হয়েছে আগাম ছুটি দেওয়া হয়েছে মেসিকে। সেক্ষেত্রে একথা স্পষ্ট যে এবার আন্তর্জাতিক দলের হয়ে ঝাঁপাতে চলেছেন আর্জেন্টিনিয় ফুটবলের এই কিংবদন্তি। সামনেই মাসেই ইউরো কাপের পাশাপাশি কোপা আমেরিকার প্রতিযোগিতা শুরু হতে চলেছে লাতিন আমেরিকায়। আয়োজক দেশ হিসেবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার নাম থাকলেও বিশেষ কিছু কারনে এবার প্রতিযোগিতা পুরোপুরিই আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে মেসির দেশে। যার ফলে এবার কাপ জয়ের খরা কাটানোর এক বড়ো সুযোগ রয়েছে মেসির সামনে। স্কালোনির কোচিং-এ নীল সাদা ব্রিগেড ট্রফি ঘরে আনতে সক্ষম হয় কি না তাই দেখার বিষয়। আর্জেন্টিনার কোপা আমেরিকার জন্য পূর্ন দলও ঘোষিত হয়ে গেছে ইতিমধ্যেই। 
{ads}

Lionel Messi 2020-21 football season Goals Assists FC Barcelona Argentina Argentina National football Team Copa America News International Sports Football সংবাদ মেসি খেলা

Last Updated :