শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের অবিশ্বাস্য জয়। ভারতের আর জয়ের পথে যাওয়া হলো না। অন্যদিকে ভারতের মাটিতে নিউজিল্যান্ড প্রথম সিরিজ জিতে বিরাট হাসি হাসলো। যতক্ষণ কোহলি, ততক্ষণ শ্বাস। এখনও অসাধ্যসাধন করতে ভরসা বিরাট ব্যাটই। রান তাড়া করতে আজও তিনি ‘চেজমাস্টার’। সব ম্যাচে হয় না। এদিন ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হল না। রানের পাহাড় তাড়া করতে দুয়েকজন সঙ্গ দিলেন ঠিকই। তবে সেটা যথেষ্ট ছিল না। কোহলি আউট হলেন ১২৪ রানে। আর তারপরই ভারত ম্যাচ হারল ৪১ রানে। ৩৩৮ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে গেল ২৯৬ রানে। ২-১ ব্যবধানে সিরিজ হারলেন শুভমান গিলরা। এই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। কোহলির ফর্ম ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হল।
{link}
হলো না ভারতের সেই ফর্ম। কোথায় গেলো ভারতের সেই পারফরমেন্স। বরং তুলে দিলো কিছু ক্রিকেতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন অবশ্যই বোলিং। জশপ্রীত বুমরাহ না থাকলে এই দলটার বোলিংয়ে কোনও আত্মবিশ্বাস আছে কি? অর্শদীপ সিং, হর্ষিত রানারা ৩ উইকেট নিলেন ঠিকই। কিন্তু রান বিলোলেন। তুলনায় কম রান দিলেন মহম্মদ সিরাজ। আরও একটি ম্যাচ উইকেটশূন্য থাকলেন রবীন্দ্র জাদেজা। এই সিরিজের পর কিন্তু জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা উঠতে বাধ্য। পিছনে অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটার সুযোগের অপেক্ষা করছেন। একটু চাপ পড়লেই লাইন ভুলছেন কুলদীপ যাদব। সব মিলিয়ে বোলিংয়ে শৃঙ্খলার অভাব। যার সুযোগ নিতে বিন্দুমাত্র ভুল করলেন না ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস। এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে আছেন মিচেল। এদিন ১৩১ বলে ১৩৭ রান করে যান। অন্যদিকে গ্লেন ফিলিপস ৮৮ বলে ১০৬ রান করেন। ৫ রানে ২ উইকেট থেকে কিউয়িদের ইনিংস শেষ হয় ৩৩৭ রানে।
{ads}