header banner

ইউরো কাপের প্রথম ম্যাচে ৩-০ ব্যাবধানে সহজ জয় ইতালির

article banner

ইউরো কাপ ২০২০-র প্রথম ম্যাচে ৩-০ গোলে সহজ জয়লাভ করল ইতালি। ম্যাচের ৫৩ মিনিটে প্রথম গোলটি হয় আত্মঘাতী গোল। বল ক্লিয়ার করতে গিয়ে তুর্কির ডিফেন্ডার দিমিরাল-এর বুকে বল লেগে তা ঢুকে যায় গোলে। তারপর যথাক্রমে ৬৬ ও ৭৯ মিনিটে গোল করেন ইমোম্বলে ও ইনসিনিয়াই। ইমোম্বলে গোলকিপারের হাতে লেগে ফিরে আসা বল গোলবক্সের মধ্যে থেকে সহজেই জালে জড়িয়ে দেন। দলের হয়ে তৃতীয় গোল করেম ইনসিনিয়াই তার নিখুঁত দক্ষতার শটে। 

{link}
ইউরোর প্রথম ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইতালির কোচ মানচিনি। প্রতিপক্ষ তুরস্কের কোচ দল সাজিয়েছিলেন ৪-১-৪-১ ফর্মেশনে। ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বজায় ছিল ইতালির। একের পর এক আক্রমন তুলে তুরস্কের ডিফেন্সে কম্পন ধরালেও গোলমুখ খুলতে ব্যার্থ হয় মানচিনির ইতালি। প্রথমার্ধে কয়েকটি অন্যবদ্য সেভও দিয়েছিলেন তুরস্কের গোলকিপার। দ্বিতীয়ার্ধে নিজেদের খেলার গতি আরও বাড়িয়ে তোলে ইতালি। সেইখান থেকেই ৫৩ মিনিটে আসে প্রথম সাফল্য। আজকের ম্যাচের এই জয় স্বাভাবিক ভাবেই ইতালির মনোবল প্রতিযোগীতার আগামি ম্যাচগুলোর জন্য বাড়িয়ে তুলবে।  

{link}
২০১৮ সালে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যার্থ হয়েছিল ইতালি। চোখের জলে মাঠ ছেড়েছিলেন বুফন। কিন্তু  সেই খারাপ সময় কাটিয়ে উঠে ইতালি এখন ইউরোপের শক্তিশালী দলগুলীর মধ্যে অন্যতম শক্তিশালী দল হিসেব্র আত্মপ্রকাশ করেছে। সব মিলিয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় এই প্রতিযোগিতা। এই তো সবে রাত জাগা শুরু, এখনও অনেক বাকি......
{ads}

Football Sports International Euro Cup euro cup 2020 Italy Turkey সংবাদ খেলা

Last Updated :