header banner

জোড়া গোলে তালিকায় মেসির উপরে, সুনীলে মজেছে ফুটবল বিশ্ব

article banner

আর্জেন্টিনা মানেই বর্তমানে সময়ে মানুষ যেরকম চেনে লিও মেসি, পর্তুগাল বলতেই যেমন সামনে আসে ক্রিস্তিয়ানো রোনাল্ডোর নাম, সেইরকমই একইভাবে পৃথিবীব্যাপি ফুটবল বিশ্বের কাছে বর্তমান সময়ে ফুটবলের আইকন-এর কথা উঠলেই উঠে আসে সুনীল ছেত্রীর নাম। আর সেটা কেন তা গতকাল রাতে বাংলাদেশের বিরুদ্ধে আবারও একবার প্রমান করছেন ভারতীয় দলের এই ১১ নং জার্সিধারী ফুটবলার। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সুনীলের করা জোড়া গোলেই জয় পেয়েছে ভারত। আর তার সাথে সাথে আন্তর্জাতিক গোলের তালিকায় আর্জেন্টিনিয় ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি কে টপকে গেছেন তিনি। 

{link}
বর্তমানে ১৪৩ ম্যাচে লিও মেসির জাতীয় দলের হয়ে করা গোলের সংখ্যা ৭২ অন্যদিকে সুনীল ছেত্রী করেছেন ১১৭ ম্যাচে ৭৪টি গোল। যার ফলে এই মুহূর্তে পরিসংখ্যানে লিও মেসির থেকে দুটি গোলে এগিয়ে রয়েছেন তিনি। সামনে এক নম্বরে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো যার জাতীয় দলের হয়ে করা গোলের সংখ্যা ১৭৪ ম্যাচে ১০৩। দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পর্তুগীজ তারকা। এর পাশাপাশি আর একটি গোল করতে পারলেই আন্তর্জাতিক টপ গোলস্কোরারের সেরা দশের তালিকায় নিজের যায়গা করে নেবেন ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল। 

{link}
যদিও কাল বাংলাদেশের ডিফেন্স ভাঙতে বেশ অনেকটা সময় লেগেছে ভারতীয় দলের। আক্রমণাত্মক স্ট্রাটেজিতেই গতকাল দল সাজিয়েছিলেন স্তিমাচ। প্রথমার্ধে সুযোগ এলেও গোল করতে ব্যার্থ হন মনদীপরা। দ্বিতীয়ার্ধেও প্রথম দিকে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন সুনীল। তারপরেই  ৭৯ মিনিটে হেড দিয়ে গোল করে দলকে ১-০ গোলে লিড এনে দেন সুনীল। শেষের দিকে অতিরিক্ত সময়েও তার গোলেই নিজেদের জয় নিশ্চিত করে ভারতীয় দল। 
{ads}

Sunil Chetri Lionel Messi Indian Football team India vs Bangladesh India Argentina Sports International football news খেলা ফুটবল ভারত বাংলাদেশ সুনীল ছেত্রী

Last Updated :