header banner

আজ লিগ নির্নায়ক ম্যাচ লা লিগায়... কার ঘরে উঠবে খেতাব?

article banner

এই পরিসমাপ্তি হয়ত টানটান থ্রিলারের থেকে কোন অংশে কম নয়, সেইমতই এক পরিসমাপ্তির পথে আজ স্পেনিয় ফুটবল লিগ লা লিগা। একদিকে দিয়গো সিমিওনের অ্যাটলেটিকো অন্যদিকে জিদানের রিয়াল মাদ্রিদ দুই দলেই কাছেই সুবর্ন সুযোগ রয়েছে ট্রফি ঘরে তোলার। সেই দিক থেকে অ্যাটলেটিকোর ট্রফি জেতার রাস্তাটা একটু সহজ রিয়াল মাদ্রিদের থেকে। 

{link}
লা লিগার লিগ টেবিলে বর্তমানে ৩৭ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের একই সংখ্যক ম্যাচ খেলে সংগ্রহ ৮১ পয়েন্ট। আজকের শেষ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ভিলারিয়াল এবং অ্যাটলেটিকোর প্রতিপক্ষ ভালোদালিদ। আজ জয়ী হলেই ট্রফি ঘরে তুলবে অ্যাটলেটিকো, অন্যদিকে রিয়ালকে ট্রফি পেতে হলে নিজেদেরও জিততে হবে সাথে আশা করতে হবে লুই সুয়ারেজের টিমকে হারার জন্য। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা কিছুদিন আগে পর্যন্ত লিগ খেতাবের দৌড়ে থাকলেও শেষ পাঁচ ম্যাচের দুটিতে হার ও দুটিতে ড্র করে খেতাবি দৌড় থেকে বিদায় নিয়েছে। বার্সেলোনার হয়ে আজকের শেষ ম্যাচ খেলবেন না লিও মেসি, এই কথা জানিয়ে দেওয়া হয়েছে ক্লাব কতৃপক্ষেই তরফ থেকেই। যার ফলে আজকের মূল আকর্ষন হয়ে থাকবে অ্যাটলেটিকো ও রিয়ালের ম্যাচ দুটিই। শেষ পর্যন্ত শেষবারের চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ তাদের ট্রফি রিটেন করতে সক্ষ্ম হয় নাকি লুই সুয়ারেজের প্রতিশোধ সম্পন্ন হয় তাই দেখার বিষয়। বেশ আকর্ষনীয় ও উত্তেজনাপ্রবন এক ক্লাইম্যাক্স যে আসতে চলেছে তা এক কথায় স্পষ্ট। 

{link}
শেষবার এইরকম দৃশ্য অনেকটা দেখা গিয়েছিল ২০১১ সালের ইপিএল-এ। কার্যত অনেকটা একই লড়াই ছিল ম্যান সিটি ও ম্যান ইউনাইটেডের মধ্যে। যেখানে রুদ্ধশ্বাস ভাবে আগুয়েরোর গোলে খেট্যাব ঘরে তুলেছিল ম্যান সিটি। আজও সেইরকম কিছু হয় নাকি, তাই দেখার। 

আজ লা লিগার সকল ম্যাচই শুরু ভারতীয় সময় সাড়ে ৯টা থেকে। দেখা যাবে সরাসরি ফেসবুক লাইভে লা লিগার পেজে।

{ads}
 

Sports Football La Liga Real Madrid Atletico Madrid FC Barcelona Luis Suarez Karim Benzema International News

Last Updated :