header banner

রোনাল্ডোর রেকর্ডর দিনে ঘানার বিরুদ্ধে কষ্টার্জিত জয় দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের

article banner

নিজস্ব সংবাদদাতা: মাঠের বাইরে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে আগুন ধরিয়েছেন। যে সাক্ষাৎকারের কারনে নিজের ফুটবল কেরিয়ারে ম্যাঞ্চেসটার ইউনাইটেডে প্রত্যাবর্তনের সোনালী স্বপ্নের ইতি ঘটেছে। মাঠের বাইরে একাধিক বিতর্কের মাঝে  মাঠের ভিতর আজ কি করতে চলেছেন রোনাল্ডো? সেই দিকেই আজ তাকিয়ে ছিল ফুটবল বিশ্ব। নিজের প্রথম ম্যাচে গোল করেও দল কে জেতাতে ব্যর্থ হয়েছেন মেসি। আজ রোনাল্ডো কি পারবেন? হ্যাঁ, রোনাল্ডো পারলেন, নিজের নামের নিচে আরো বেশ কয়েকটি রেকর্ডের সংখ্যাও বাড়িয়ে নিলেন। তবে ঘানার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে বেশ কষ্টার্জিত জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল। 

{link}

বিশ্বকাপের মঞ্চে ঘানার বিরুদ্ধে দক্ষ, অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী রোনাল্ডোকে দেখা গেল এদিন। ভাগ্য ভাল থাকলে কার্যত প্রথম দিকেই গোল পেতে পারতেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা আর করতে হত না।  ঘানার বিরুদ্ধে খেলার দশ মিনিটের মধ্যেই গোল পেয়ে যেতে পারতেন সিআর সেভেন। মিস পাস থেকে রোনাল্ডোর কাছে বল যায়। কিন্তু সেযাত্রায় প্রথম টাচটা বেশি হয়ে যাওয়ায় বল নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। ঘানার গোলকিপার বিপদের গন্ধ পেয়ে এগিয়ে এসেছিলেন। রোনাল্ডোকে সেযাত্রায় গোল করতে দেননি ঘানার গোলকিপার লরেন্স। 

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দল কে এগিয়ে দেন রোনাল্ডো। সাথেই করে ফেলেন টানা ৫টি বিশ্বকাপে গোল করার রেকর্ড। কিন্তু পর্তুগাল বেশিক্ষণ প্রথম গোল ধরে রাখতে পারেনি। রোনাল্ডো পেনাল্টি থেকে গোলটি করেন ৬৫ মিনিটে। ঘানা সমতা ফেরায় ৭৩ মিনিটে। গোলটি আসে আন্দ্রে আইয়ুর পা থেকে। পর্তুগিজ রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে আন্দ্রে আইয়ু গোল করে যান। গোলটি করার পরেই আইয়ুকে তুলে নেওয়া হয়। ঘানা সমতা ফেরানোর পাঁচ মিনিট পরেই পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। আন্দ্রে আইয়ু রিজার্ভ বেঞ্চে গিয়ে সবে তখন সতীর্থদের সাথে নিজের গোল সেলিব্রেট করছেন। তখনই ঘানার রিজার্ভ বেঞ্চে বড়ো ধাক্কা দেয় পর্তুগাল। বসেননি তখন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন জোয়াও ফেলিক্স গোল করে যাচ্ছেন। হতাশা গোপন রাখেননি তিনি। এরপর রাফায়েল লিয়াও এর গোলে ম্যাচে নিজেদের গোলের ব্যাবধান বাড়ায় পর্তুগাল। কিন্তু তখনও ক্লাইম্যাক্স বাকি, ম্যাচের শেষ দিকে পুনরায় গোল করে ঘানা। যার ফলে রীতিমতো জমে ওঠে লড়াই। ম্যাচের একদম শেষ দিকে পর্তুগালের গোলকিপারের অসতর্কতার সুযোগ নিয়ে প্রায় বড়ো একটি হেডলাইন করে ফেলেছিলেন ইনিয়াকি উইলিয়ামস। তবে তা হয়নি। ঘানার বিরুদ্ধে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগাল। তাদের পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে। যে উরুগুয়ের হাতেই শেষবার বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল পর্তুগালের। 

{ads}

news sports football FIFA World Cup Ronaldo Portugal সংবাদ

Last Updated :