header banner

'কেউ সাহায্য করবে না, নিজেকেই পৌঁছাতে হবে'- বিশ্বজয়ী হৃষিতাকে পরামর্শ দিন্দার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: "কেউ সাহায্য করবে না। যেখানে পৌঁছানোর প্রয়োজন তোমাকে নিজেকেই পৌঁছাতে হবে। এটাই বাস্তব। নিজের দমে পরিবারের সাহায্যে এগিয়ে যেতে হবে। তোমার জায়গা তোমাকে নিজেকেই তৈরি করতে হবে।" অনুর্ধ-১৯, টি-২০ বিশ্বকাপ জয়ী ঋষিতা বসু'কে পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। শুক্রবার হাওড়ার বালিটিকুরীতে ঋষিতার বাড়িতে দেখা করেন প্রাক্তন ক্রিকেটার, সেখানেই তাকে ভবিষ্যতের সম্পর্কে পরামর্শ দেন দিন্দা।


তিনি বলেন, "সিনিয়র প্লেয়াররাই তোমায় মেন্টালি স্ট্রং করবে। সবরকম সাপোর্ট দেবে। তবে, কেন্দ্র সাহায্য করে কি তোমায় ইন্ডিয়া টিমে সুযোগ করে দেবে ? না। ইউ হ্যাভ টু পারফরম্যান্স। বাংলার হয়ে খেলে তোমাকেই পারফরম্যান্স করতে হবে। তারপর ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ আসবে। একটাই প্লাস তোমরা পয়েন্ট আন্ডার নাইন্টিন ওয়ার্ল্ড কাপ জিতে আছ। বাংলার হয়ে ভালো খেললে সহজেই দেশের হয়ে খেলার সুযোগ পেতে পারবে। মাটিতে পা রেখেই আগামী দিনে এগোতে হবে।" 

{link}
বিশ্বকাপ জয়ী হৃষিতাকে এমনই পরামর্শ অশোক দিন্দার। শুক্রবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যা হৃষিতা বসুর বাড়িতে আসেন প্রাক্তন ক্রিকেটার ও অধুনা বিজেপির ময়না বিধানসভার বিধায়ক অশোক দিন্দা। তিনি হাওড়া বালিটিকুরির বিবেকানন্দ পল্লীর বাড়িতে আসেন। হৃষিতার পরিবার ও তাঁর সঙ্গেও দেখা করেন। হৃষিতাকে তিনি মাটিতে পা রেখে চলার পরামর্শ দেন। তিনি বলেন অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়টাকে অতীত ভেবে নতুন করে আবার শুরু করতে হবে। বাংলার রঞ্জি ট্রফিতে ভালো ফল করতে হবে। পাশাপাশি সিনিয়র জাতীয় দলে ঢুকে বিশ্বকাপ জয় করতে হবে হৃষিতাকে। সামনে অনেকটা রাস্তা তাঁকে এগোতে হবে। আর এর জন্য নিজেকেই প্রস্তুত করতে হবে। এতদিন যেভাবে পরিবারের সাহায্য এবং প্রতিবেশীদের সাহায্য নিয়ে এই জায়গাতে এসে পৌঁছেছে সে সেভাবেই আবার নতুন করে এগোতে হবে। তিনি হৃষিতাকে সাবধান করে বলেন অনেকেই দেখা যায় অনূর্ধ্ব-১৯ এর পরে হারিয়ে যায়। তবে হৃষিতার গুণ আছে। তাতে আগামীদিনে মাটিতে পা রেখে তাঁকে এগিয়ে যেতে হবে। অশোক দিন্দা বলেন, জীবনে লড়াই করে একটা জায়গাতে এসে পৌঁছালে তখন অনেকের সাহায্য পাওয়া যায়। তাঁর আগে একার পরিশ্রমেই তাঁকে সেই জায়গাতে পৌঁছতে হবে। এর জন্য এখনকার সংবর্ধনা, বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে আসছে এগুলোকে ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করতে হবে। তার এই বক্তব্যকেও গুরুত্বের সাথেই দখছেন বাংলা তথা হাওড়ার এই যুব ক্রিকেটের প্রতিভা। আগামী দিনে দেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য রয়েছে তার। 
{ads}

news sports Cricket Howrah West Bengal সংবাদ

Last Updated :