শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কোচিং স্টাফ হিসেবে আইপিএলে (IPL) নজরকাড়ার পুরস্কার পেয়েছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। তিনি জাতীয় দলে হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সহকারী নিযুক্ত হন। তবে ভারতীয় বোর্ডের সঙ্গে নায়ারের চুক্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। তাঁকে গম্ভীরের সাপোর্ট স্টাফের দল থেকে সরিয়ে দিচ্ছে বিসিসিআই, এমনটাই খবর।
{link}
তবে এক্ষেত্রে নাইট রাইডার্সের পুরনো কোচ ফের কেকেআরে ফিরতে পারেন বলেও খবর। এখন কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে সবটা জানার জন্য। একা অভিষেক নায়ারকেই নয়, বরং কোপ পড়ছে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপের (T Dilip) ঘাড়েও। যদিও দিলীপ ভারতের ফিল্ডিং কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এখন প্রশ্ন হল, জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার পরে অভিষেক নায়ার ও টি দিলীপের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে?
{link}
ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফের চাকরি নিঃসন্দেহে দু'জনের সিভি-কে আরও হেভিওয়েট করে তুলেছে। তাই নায়াররা ফের কোচিংয়েই ফিরবেন, এটা একপ্রকার নিশ্চিত। তবে কোন দলে এবং কোন ভূমিকায়, সেটাই হল দেখা বিষয়। ক্রিকবাজের খবর অনুযায়ী নায়ার ফিরতে পারেন আইপিএলের আঙিনায়। অন্য কোনও দলে নয়, বরং তিনি ফিরতে পারেন কলকাতা নাইট রাইডার্স শিবিরেই।
{ads}