header banner

Paris Olympics : অলিম্পিকের প্রথম ম্যাচে জয়ী পিভি সিন্ধু

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই সেই ভারতীয় তারকা খেলোয়াড় পিভি সিন্ধু (PV Sindhu)। রিও অলিম্পিকে (Rio Olympics) রুপো পেয়েছিলেন সিন্ধু। এরপর টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ব্রোঞ্জ। এ বার সিন্ধুর নজর সোনায়।

{link}

প্যারিস অলিম্পিকে (Paris Olympics) দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার দুপুর থেকে নজর ছিল ভারতের ব্যাডমিন্টন তারকার দিকে। প্যারিস গেমসে গ্রুপ-এম-এ পড়েছেন সিন্ধু। রবিবারের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ (Maldives)। অলিম্পিকে দু’বারের পদকজয়ী পিভি সিন্ধুর লক্ষ্য প্যারিস থেকে পদক আনার। সেই লক্ষ্যের প্রথম ধাপে দাপুটে শুরু করলেন তিনি।

{link}

মাত্র ২৯ মিনিটেই সিন্ধু-ফাতিমার ম্যাচ শেষ হয়। খেলার ফল সিন্ধুর পক্ষে। ফাতিমা নাবাহা আব্দুল রাজ্জাককে এক ইঞ্চিও জমি ছাড়েননি হায়দরাবাদী (Hyderabadi) শাটলার। প্রথম গেম সিন্ধু জেতেন ২১-৯। আর দ্বিতীয় গেম তিনি জেতেন ২১- ৬। উল্লোসিত সমস্ত ভারতবাসী, উল্লোসিত সিন্ধু। প্যারিস অলিম্পিকে নিজের প্রথম ম্যাচ জিতে পিভি সিন্ধু বলেন, ‘প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আমাকে এ বার এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে খেলতে হবে। নিজেকে সেই মতো তৈরি করতে হবে।'

{ads}

News Breaking News PV Sindhu badminton player Indian India Rio Olympics Paris Olympics Maldives opponent Tokyo Olympics সংবাদ

Last Updated :