header banner

পাসিং ফুটবল ডমিনেশন, কোস্টা রিকাকে ৭ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু স্পেনের

article banner

নিজস্ব সংবাদদাতা: দলে নেই র‍্যামোস-পিকে, দলে নেই জাভি-ইনিয়েস্তা কিংবা ফার্নান্দো তোরেস বা ডেভিড ভিয়ার মতো খেলোয়াড়েরাও। রয়েছে স্পেনের সেই ২০১০ বিশ্বকাপ জয়ী স্বর্নযুগের স্কোয়াডে থাকা শুধুমাত্র বুস্কেতস আর জর্ডি আলবা। কিন্তু স্পেনের এই যুব প্রজন্মও যে আর একটি স্বর্নযুগ উপহার দিতে চলেছে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই তা কার্যত প্রমান করে দিল লুই এনরিকের ছেলেরা। প্রথম ম্যাচে কোস্টা রিকা কে ৭ গোলের মালা পরিয়ে নিজেদের কাপ অভিযান শুরু করল স্পেন। 
{link}

স্পেনিও ফুটবল মানেই শর্ট পাস, দুরন্ত মুভমেন্ট, পজিশন ডমিনেশন, তিকি-তাকা। ২০১০ বিশ্বকাপে স্পেনের ফলস নাইন স্ট্র‍্যাটেজি, পাসিং ফুটবলের প্রেমে পড়েননি এমন ফুটবল প্রেমী পৃথিবীতে বিরল। আজ কাতারের মঞ্চে সেইরকমই কিছু অত্যাশ্চর্য সুন্দর ফুটবল উপহার দিল স্পেন। স্পেনিয় ফুটবল মানেই মাঝমাঠ। একসময় যে দায়িত্ব সামলেছেন জাভি ইনিয়েস্তার মতো বিখ্যাত সমস্ত নাম, আজ সেই দায়িত্ব এসে পড়েছে যুব প্রতিভা পেদ্রি গঞ্জালেজ ও গাভির কাঁধে। আজ শুরু থেকেই মাঠে চোখে পরে সেই স্পেনের ধারালো ডমিনেটিং পাসিং ফুটবল। দলের যুব প্রতিভাদের নিয়ে যে দল সাজিয়েছেন লুই এরিনকে তা খেলার মাঠে নিজেদের দক্ষ পাসিং ফুটবল তুলে ধরতে শুরু করে। যার দাপটে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। নিজেদের সমস্ত লড়াই কাজে লাগিয়েও স্পেনীয় পাসিং-এর সামনে বারংবার দুর্বল হয়ে পড়ছিল কোস্টা রিকার রক্ষনভাগ। 

দ্বিতীয়ার্ধে যে আরও বড়ো ঝড় নেমে আসবে তা বোধহয় কল্পনাও করেননি কোস্টা রিকার খেলোয়াড়েরা। দ্বিতীয়ার্ধে খেলার সময় বাড়ার সাথে সাথেই আরও দক্ষ ও বুদ্ধিদীপ্ত ফুটবল ফুঁটে উঠতে থাকে স্পেনের খেলায়। গোল বক্সের সামনে একের পর এক ছোট পাস কিংবা উইং দিয়ে ভেসে আসা লং বলের সামনে দুর্বল হয়ে পড়ে কোস্টা রিকা। কেইলর নাভাসের দক্ষ হাতের একাধিক সেভও কোস্টা রিকাকে বড়ো হারের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয়। খেলা শেষ হয় ৭-০ ফলাফলে। স্পেন ম্যাচে দাপট যে কি প্রকার রেখেছিল, তার কিছুটা উদাহারন দিচ্ছে স্ট্যাটিস্টিক্স, ৮২% বল পজিশন, ৯৩% পাসিং অ্যাকুরেসি, ১০৪৩ টি পাস। পাসিং ফুটবলের সৌন্দর্য বোধহয় একেই বলে।
{link}

আজ বিকেলে জাপানের সম্মুখে জার্মানির পরাজয়ের পর স্পেনের এই বৃহৎ জয় গ্রুপ ই-র লড়াই কিন্তু আরও বেশ অনেকটা জমিয়ে দিল। বর্তমানে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন ও জাপান। জার্মানির সামনে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা যে বেশ কঠিন হয়ে গেল তা স্পষ্ট। পরবর্তী ম্যাচেই তারা স্পেনের এই দুরন্ত স্কোয়াডের মুখোমুখি হতে চলেছে।

{ads}

News football FIFA World Cup sports Spain সংবাদ খেলা

Last Updated :