header banner

সিটির হয়ে চ্যাম্পিয়ান্স লিগ জেতার স্বপ্ন একুশেও অধরাই রইল পেপ-এর

article banner

সিটির হয়ে ইউরোপ সেরার শিরোপা জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল পেপ গুয়ার্দিওলার। পর পর তিন মরশুম কার্যত ট্রফির গন্ধ পেয়েও ট্রফি উঠল না হাতে। প্রথমে সেমিফাইনালে ২০১৯- এ টটেনহ্যামের কাছে হার, ২০২০ তে লিওঁ, আর এবার ফাইনালে চেলসি। আরও একবার চ্যাম্পিয়ান্স লিগের ট্রফি হাতছাড়া হল ম্যাঞ্চেসটার সিটি ও পেপ গুয়ার্দিওলার।

{link}
শেষবার এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন পেপ ১০ বছর আগে বার্সেলোনার হয়ে। তারপর থেকে সিটির হয়ে প্রিমিয়ার লিগের খেতাব বেশ কিছুবার জয় করলেও চ্যাম্পিয়ান্স লিগের ট্রফি ওঠেনি সিটির হাতে। কাল রাতে শাপমোচন হবে ভেবেই খেলা দেখতে বসেছিলেন সিটির সমর্থকরা। মূল দলে কয়েকটি পরিবর্তন করেছিলেন পেপ। দলে এনেছিলেন গুন্দোয়ান ও রহিম স্টার্লিংকে। কিন্তু সেই স্ট্র্যাটেজি কাজ দেয়নি। তার উপর চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়েন ক্যাপ্টেন কেভিন দে ব্রুইন। পরে দ্বিতীয়ার্ধে ফার্নান্দিনহো নামলে অনেক বেশি খেলা ধরে ফেলেছিল ম্যান সিটি। কিন্তু না শেষ রক্ষা হল না। দলের হয়ে খেলা শেষ ম্যাচ চোখের জলে বেদনাদায়ক ভাবে ছাড়তে হল সের্গিও আগুয়েরোকেও।

{link}
তবে কি আবারই অতিরিক্ত চিন্তা ও প্ল্যান মেকিংই ডোবালো পেপ গুয়ার্দিওলাকে? স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন। 
 

sports football news international Pep Guardiola Manchester City UEFA UEFA Champions League Chelsea সংবাদ খেলা চ্যাম্পিয়ান্স লিগ মাঞ্চেসটার সিটি পেপ গুয়ার্দিওলা

Last Updated :