header banner

ছন্নছাড়া ফুটবল, গোলমুখে ব্যর্থতার জের, ডুরান্ড কাপে শুরুতেই গোলশুন্য ড্র ইস্টবেঙ্গলের

article banner

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবছর পর প্রিয় দলের খেলা দেখতে দর্শকাসনে উপস্থিত হয়েছেন একজন লাল-হলুদ ফ্যান। শেষ দুবছর সেইভাবে খেলায় ভালো প্রদর্শন করতে পারেনি দল, তবুও এবছর কোচ হয়ে এসেছেন স্টিফেন কনস্টানটাইন। বেশ কয়েকটা ভালো খেলোয়াড়ও সই করিয়েছে দল। সেই কারনে বুকে অনেকটা আশা নিয়ে এহেনে একাধিক দর্শক সোমবার এসেছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু ডুরান্ডের প্রথম ম্যাচেই তাদের ফিরতে হল একরাশ নিরাশা নিয়ে। ছন্নছাড়া ফুটবল, একাধিক মিসপাস, গোলের সামনে সুযোগ নষ্ট সবকিছু মিলিয়ে দলের সমর্থকদের শুধু হতাশাই ফিরিয়ে দিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। ঘরের মাঠে ইন্ডিয়ান নেভির সাথে গোলশুন্য ড্র করে নিজেদের ডুরান্ড কাপ অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল। 

{link}
দীর্ঘদিন ভারতের জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ হিসেবে এসেও শুরুতে সেই ভারতীয়দের উপরই আস্থা রেখেছিলেন তিনি। ম্যাচের প্রথম দিকে কোচের সেই আস্থার মর্যাদাও রাখেন ফুটবলাররা। বারবার প্রতিপক্ষের ডেরায় ঢুকে পড়ে তাদের চাপে ফেলে দেন মোবাশিররা। কিন্তু সময় যত গড়াল, ততই ঢিলেঢালা হয়ে গেল ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ। সেই প্রভাব পড়তে শুরু করে তাদের খেলাতেও। যার জন্য প্রথম ২০ মিনিট দাপটের সঙ্গে খেলেও গোল মুখ খুলতে ব্যর্থ লাল-হলুদ স্ট্রাইকাররা। খেলার ২৫ মিনিটপর নেভি খানিকটা ম্যাচে ফিরলেও স্কোরবোর্ড বদলাল না। ইন্ডিয়ান নেভির ডিফেন্সের ফাঁকফোকরকেও কাজে লাগাতে পারলেন না কনস্ট্যান্টাইনের ছেলেরা। তবে এর মধ্যে পাওনা একটাই। ইস্টবেঙ্গলের গতিশীল উইং ভাগ। শেষ দিকেও বেশ কয়েকটা ভালো সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ভিপি সুহের ও সুমিত পাসিরা। যার ফলে এক পয়েন্ট নিয়েই আজ মাঠ ছাড়তে হল লাল হলুদ দলের খেলোয়াড়দের। 

{link}
ঠিক যেমন মোহনবাগানের ক্ষেত্রে রাজস্থানের বিরুদ্ধে ফিনিশিং সমস্যা হয়ে উঠেছিল প্রথম ম্যাচে, আজ কিছুটা হলেও সেই একই ছবি চোখে পড়ল ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও। আক্রমণভাগ ও ফিনিশিং-এর সমস্যা অবশ্যই চিন্তায় ফেলবে স্টিফেন কনস্টানটাইন কে। পরবর্তীতে সমস্ত ভুল শুধরে দুরন্ত ফুটবল উপহার দেওয়াই এখন লক্ষ্য হবে এই নতুন, যুব ইস্টবেঙ্গল দলের। 
{ads}

sports football East Bengal Durand Cup Kolkata West Bengal India

Last Updated :