header banner

বাইসাইকেল কিকে বিশ্বমানের গোল রিচার্লসনের, সাম্বা ম্যাজিকে পরাজিত সের্বিয়া

article banner

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপের আগে যখন একে একে সমস্ত দলের স্কোয়াড ঘোষনা করা হচ্ছে, তখনই নেট দুনিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। ব্রাজিলের দলে সিলেক্ট হয়ে আনন্দে উচ্ছ্বাসে লাফিয়ে উঠছেন একজন ফুটবলার। সেই ভাইরাল ভিডিওয়তে যে খেলোয়াড়টির নাম ব্রাজিল দলের জন্য ঘোষনা করা হয়েছিল, সেই যে ব্রাজিল কে বিশ্বকাপের প্রথম ম্যাচে আইকনিক প্রদর্শন করে ৩ পয়েন্ট ঘরে এনে দেবে তা কেই বা আন্দাজ করেছিল? কিন্তু কাতার বিশ্বকাপ তার ইতিহাসে এক অন্য গল্প তৈরি করে রেখেছিল রিচার্লসনের জন্য। 

প্রথমার্ধের হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল করতে ব্যার্থ হয় ব্রাজিল। সাম্বা ম্যাজিক বারংবার আটকে পড়ছিল সের্বিয়ান দলের মরিয়া লড়াইয়ের কাছে। মাঠে এক ইঞ্চিও জমি ছাড়তে ইচ্ছুক ছিল না তারা। ব্রাজিলের অনুকূলে ম্যাচে প্রথম ব্রেকথ্রু আসে  ৬২ মিনটে। নেইমার বল নিয়ে নিজের দক্ষতায় বক্সের মধ্যে ঢুকে পড়তেই সেই বলে আচমকা শট নিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়ার। ভিনিসিয়াসের দুরন্ত গতিতে আসা শট আটকালেও রিবাউণ্ডে আসা বল জালে জড়িয়ে দেন রিচার্লসন। 

{link}

তবে ম্যাচের মূল চমক আসে ৬২ মিনিটে। বক্সে বাড়ানো বল নিজের দক্ষতায় উপরের দিকে তুলে সম্পূর্ন দেহ আকাশে ভাসিয়ে দুরন্ত ব্যাকভলি করেন রিচার্লসন। গোলকিপার বোধহয় আন্দাজও করেননি এই রকম কিছু একটা হতে পারে। তার বুঝে ওঠার আগেই বল জড়িয়ে যায় জালে। দর্শকভর্তি স্টেডিয়াম ও টভির স্ক্রিনের সামনে বসে থাকা আপামর ফুটবলপ্রেমীরা তখন রিচার্লসনের গোলে মুগ্ধ। নিঃসন্দেহে সের্বিয়ার বিরুদ্ধে এই বিশ্বকাপের অন্যতম সেরা গোল করে গেলেন রিচার্লসন। ম্যাচে সুযোগ এসেছিল আরও, দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। খেলা শেষ হয় ২-০ ফলাফলেই। 

তবে চিন্তার বিষয় ম্যাচে পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে সাবস্টিটিউট হয়ে যান ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। তার চোট যেন গুরুতর না হয়, সেই প্রার্থনাই করছেন ব্রাজিল সমর্থকেরা। তবে ব্রাজিলের দলে উল্লেখযোগ্য বিষয় স্কোয়াড ডেপথ, যে বিষয়টি স্পষ্টভাবে চোখে পড়ল আজও। এই জয় ব্রাজিলের আত্মবিশ্বাস যে আগামী ম্যাচের জন্য অনেকটাই বাড়িয়ে তুলবে তা স্পষ্ট। 

{ads}

news sports football FIFA World Cup Brazil Richarlson সংবাদ

Last Updated :