header banner

বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দের মধ্যে দিয়ে বালিটিকুরিতে বাড়ি ফিরলেন বিশ্বজয়ী ঋশিতা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: অনুর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ঘরে ফিরল বাংলার দুই মেয়ে তিতাস ও ঋষিতা। বিশ্বজয় করে ফিরেছে তাদের দুই বঙ্গতনয়া। তাদের নিয়ে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ারের যে ঢেউ উঠবে, তাই স্বাভাবিক। হাওড়ার বালিটিকুরিতে ছোট থেকে বেড়ে ওঠা ঋষিতা বসু'কে ঘিরে বুধবার কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল তার পাড়ায়। ফুল ছড়িয়ে কপালে চন্দনের তিলক পরিয়ে ঋষিতাকে বরণ করা হয়। মিষ্টিমুখ করানো হয়। তাকে স্বাগত জানাতে কার্যত সাধারন মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ে সম্পূর্ন এলাকা জুড়ে। এহেন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে খানিক অবাক ঋষিতা নিজেও। অন্যদিকে ইতিহাস সৃষ্টি করার পর নিজেদের মেয়েকে ফিরে পেয়ে আল্পুত তার পরিবারও। {ads}

news Howrah sports cricket West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article