header banner

Rohit Sharma : ইংল্যান্ডকে দুরমুশ করে দিল রোহিত শর্মার ভারত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: রাজকোট টেস্টে জয়ী ভারত। ৪৩৪ রানে ইংল্যান্ডকে দুরমুশ করে দিল রোহিত শর্মার ভারত। রবিবার ম্যাচ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, টসে জেতার পরেই কিছুটা এগিয়ে গিয়েছিলাম আমরা। জানতাম ভালো রান তুলতে পারলে সেটা আমাদের পক্ষে যাবে। এর পাশাপাশি যে লিড পেয়েছিলাম সেটাও গুরুত্বপূর্ণ ছিল। ইংল্যান্ডের ব্যাটারদের দাপটের পর যেভাবে ম্যাচে ফিরে এলাম, সেটাও মনে রাখার মতো। শান্ত থাকা প্রয়োজন ছিল। তিনি বলেন, মনে রাখবেন দলের সব চেয়ে অভিজ্ঞ বোলারকে আমরা পাইনি। কিন্তু বাকিদের নিয়ে আমি গর্বিত। দারুণ মানসিকতা দেখিয়েছে ওরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগেই বুঝে গিয়েছিলাম অর্ধেক কাজ হয়ে গিয়েছে। দুজন তরুণ ব্যাটারের ইনিংস অনেকটাই এগিয়ে দিয়েছে আমাদের।পিঠে চোট নিয়ে খেলতে নেমেও এক গুচ্ছ রেকর্ড করেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। তাঁরও ভূয়সী প্রশংসা করেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি বলেন, অনেক কথা বলছি ওকে নিয়ে। সাজঘরের বাইরেও ওকে নিয়ে অনেকে কথা বলে। ওকে নিয়ে প্রচুর কথা বলতে চাই না। সবে কেরিয়ার শুরু করেছে। এখনও অনেক দূর যাওয়া বাকি। 

{link}

 

রোহিত বলেছেন, “টেস্ট খেলতে নামলে তো দু’-তিন দিনে খেলা শেষ করতে চাই না। পাঁচ দিনের মতো করেই ভাবি। ওরা ভাল শট খেলে আমাদের চাপে ফেলেছিল। কিন্তু আমাদের দলের বোলারেরাও ভাল। বাকিদের বলেছিলাম শান্ত থাকতে। তখন ওটাই দরকার ছিল। না হলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। তৃতীয় দিন নিজেদের পরিকল্পনা ঠিক রেখেছিলাম। তাতেই সাফল্য এসেছে।”

{link}


জাডেজাকে পাঁচ নম্বরে ব্যাট করানোর প্রসঙ্গে রোহিত বলেছেন, “এই ম্যাচে জাডেজার অনেক অভিজ্ঞতা রয়েছে। বাঁহাতি-ডান হাতি কম্বিনেশনও চাইছিলাম। সরফরাজ়কে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবু ওকে ব্যাট করার আগে সময় দিতে চেয়েছিলাম। জানি ব্যাট হাতে ও কী করতে পারে।”

 

{ads}
 

News Cricket Player Rohit Sharma Indian cricketer সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article