header banner

কাল অথবা পরশু ফেরার সম্ভাবনা

article banner

ঘরের ছেলে অসুস্থ হয়ে পড়লে পরিবার যে চিন্তায় থাকবে তা বলাই বাহুল্য। এখন পরিস্থিতিও অনেকটা সেইরকমই, বাংলার ঘরের ছেলে সৌরভ ভর্তি হাসপাতালে, আর সেই নিয়েই চিন্তায় তার পরিবার অর্থাৎ গোটা দেশবাসী। সবাই প্রশ্ন একটাই, কেমন আছে এখন? তবে , দাদার ভক্তদের জন্য ভাল খবর আগের থেকে ভাল আছেন তিনি। আগামীকাল অথবা পরশু হাসপাতাল থেকে বাড়ীর পথে রওনা হতে পারেন তিনি।{ads}

হাসপাতাল সূত্রের খবর, আজ বিসিসসিআই এর প্রেসিডেন্টের  শারীরিক অবস্থা নিয়ে আজ নয় সদস্যের বৈঠক করে মেডিক্যাল বোর্ড।সকাল ১১টা ৩০ মেডিক্যাল বোর্ড এর বৈঠক হয়।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও রমাকান্ত পাণ্ডা। হাসপাতাল সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত দাদার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। আগামীকাল কলকাতায় আসছেন দেবী শেঠি। তিনি সৌরভকে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।চিকিৎসকরা তার স্বাস্থ্যের প্রতি নিয়মিত লক্ষ রেখেছেন এবং প্রয়োজনীয় সমস্ত বাবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও আজ হাসপাতালে সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করতে আসেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। তার সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, তিনি দেশের জন্য যা করেছেন তা সারা ভারতবর্ষের কাছে গর্বের ব্যাপার। তিনি যেভাবে খেলার ছন্দের নিজে ফিরে এসেছিলেন তিনি সেই ভাবেই এই যুদ্ধেও জয়ী হয়ে তিনি ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। পাশাপাশি শুধু বাংলা নয় সমস্ত দেশের মানুষ তার জন্য প্রার্থনা করছেন এবং তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি এদিন জানিয়েছেন।{ads}
 

Sourav Ganguly Prince of Calcutta Health Heart Attack Medical Board News Bengali News West Bengal BCCI Kolkata India Sports Cricketer

Last Updated :